হোয়াটসঅ্যাপের এনক্রিপশন প্রযুক্তিতে রদবদল আনার পরেই অন্য মেসেজিং অ্যাপে ঝুঁকেছেন বহু মানুষ। তার আঁচ কি এ বার পাক জঙ্গি সংগঠনগুলিতেও? গোয়েন্দা সংস্থাগুলির তদন্তে এমন তথ্য়ই উঠে এসেছে। গোয়েন্দাদের সূত্রে খবর, তুরস্কের একটি সংস্থার তৈরি একটি অ্যাপ-সহ মোট তিনটি অ্যাপে নিজেদের কার্যকলাপ চালাচ্ছে জঙ্গি সংগঠনগুলি। অত্যন্ত দুর্বল ইন্টারনেট কানেকশনেও কাজ করতে পারা এবং সুরক্ষা ব্যবস্থা অত্যন্ত মজবুত হওয়াতেই ওই অ্যাপেগুলির দিকে ঝুঁকেছে জঙ্গিরা।
সম্প্রতি জম্মু-কাশ্মীরে সেনা-জঙ্গি সংঘর্ষ বা যে সব জঙ্গি আত্মসমর্পণ করেছে, তাদের কাছ থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করেছে সেনা ও কেন্দ্রীয় অন্যান্য গোয়েন্দা সংস্থাগুলি। তাতেই এই ইঙ্গিত পেয়েছেন গোয়েন্দারা। আর তার পরেই নতুন ওই ৩টি অ্যাপ নিয়ে গবেষণা চালাতে শুরু করেছেন গোয়েন্দারা। কী ভাবে সেগুলি ট্র্যাক করা যায়, তার উপায় খুঁজছে গোয়েন্দা সংস্থাগুলি।
সম্প্রতি হোয়াটসঅ্যাপের এন্ড টু এন্ড এনক্রিপশন ব্যবস্থায় পরিবর্তন আনার ঘোষণা করেছিল হোয়াটসঅ্যাপ। কিন্তু তাতে গ্রাহকদের সুরক্ষা নিয়ে প্রশ্ন ওঠে। বহু ইউজার হোয়াটসঅ্যাপ ছেড়ে অন্য অ্যাপের দিকে ঝুঁকতে থাকেন। তার জেরে অবশ্য শেষ পর্যন্ত সেই পরিকল্পনা বাতিল করে মার্ক জাকারবার্গের সংস্থা।