তিন বিতর্কিত কৃষি আইন প্রত্যাহারের দাবিতে উত্তরপ্রদেশের লখিমপুর খেরিতে কৃষক বিক্ষোভে গাড়ির চাকায় পিষ্ট হয়ে চার কৃষক ও এক সাংবাদিকের মৃত্যুর অভিযোগ ওঠে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রের ছেলে আশিসের বিরুদ্ধে। উত্তরপ্রদেশে প্রথম দফা ভোট শুরুর ঠিক আগের সন্ধ্যায় এই প্রসঙ্গে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বললেন, যোগী আদিত্যনাথের সরকার এ ব্যাপারে স্বচ্ছ ভাবে তদন্ত করছে।
কৃষি আইন প্রত্যাহারের দাবিতে গত বছরের ৩ অক্টোবর লখিমপুর খেরিতে কৃষক বিক্ষোভ চলাকালীন দ্রুত গতির গা়ড়ি নিয়ে জমায়েতে ঢুকে পড়ার অভিযোগ ওঠে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রের ছেলে আশিসের বিরুদ্ধে। গাড়ির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয় চার কৃষক ও এক সাংবাদিকের। অক্টোবরেই গ্রেফতার হন আশিস। এখনও তিনি জেলে রয়েছেন। বিরোধীদের দাবি সত্ত্বেও তাঁর বাবা অজয় এখনও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর পদে বহাল। এই প্রসঙ্গে প্রথমবার মুখ খুললেন প্রধানমন্ত্রী। উত্তরপ্রদেশে প্রথম দফার ভোট শুরুর ঠিক আগের সন্ধ্যায় সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘‘সুপ্রিম কোর্ট যে ভাবে চেয়েছিল, রাজ্য সরকার সে ভাবেই তদন্ত কমিটি গড়ে কাজ শুরু করে দিয়েছে। যে বিচারককে কমিটির মাথায় চেয়েছিল শীর্ষ আদালত, তাঁকেই রাখা হয়েছে। রাজ্য সরকার স্বচ্ছ ভাবে তদন্তের কাজ করছে।’’