থানার বাইরে খেলা করছিল ছ’বছরের এক শিশু। তাঁকে টেনে হিঁচড়ে থানার ভিতর নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠল এক পুলিশকর্মী বিরুদ্ধে। উত্তরপ্রদেশের রামপুরের কেমরি পুলিশ স্টেশনের ঘটনা। মেয়েটিকে যৌন নির্যাতন করার অভিযোগে সাসপেন্ড করা হয়েছে কেমরি থানার অভিযুক্ত সাব ইন্সপেক্টর (এস আই) তেজবীর সিংহকে।
স্থানীয়দের অভিযোগ, ওই শিশুকে থানার ভিতর নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করছিলেন তেজবীর। সে সময় মেয়েটির চিৎকার শুনে ছুটে আসেন স্থানীয়রা। উদ্ধার করা হয় ওই নাবালিকাকে। বেধড়ক মারধর করা হয় অভিযুক্তকে। এর পর প্রায় ২০০জন গ্রামবাসী থানা ঘেরাও করে ঘটনার প্রতিবাদ জানতে থাকেন। ঘটনাস্থলে পৌঁছন জেলা পুলিশ সুপার বিপিন টাডা। তাঁর উপস্থিতিতেই অভিযুক্তকে গ্রেফতার করা হয়।