‘প্রেসিডেন্ট অব ইন্ডিয়া’র টুইটার অ্যাকাউন্টের ফলোয়ারের সংখ্যা ৩২ লক্ষ ৮০ হাজার।
মঙ্গলবার সংসদের সেন্ট্রাল হলে শপথ নিলেন ভারতের চতুর্দশ রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। আর ইতিমধ্যেই তাঁর টুইটার ফলোয়ারের সংখ্যা ৩.২৮ মিলিয়ন। অর্থাত্, ‘প্রেসিডেন্ট অব ইন্ডিয়া’র টুইটার অ্যাকাউন্টের ফলোয়ারের সংখ্যা ৩২ লক্ষ ৮০ হাজার ছুঁয়েছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অধিকাংশ মন্ত্রীই এখন জনসংযোগের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন। টুইটারে ফলোয়ারের সংখ্যার বিচারে নরেন্দ্র মোদী বিশ্বের ‘মোস্ট ফলোড’ রাষ্ট্রনায়কদের অন্যতম এক জন। এ বার সেই ডিজিটাল জনসংযোগের দুনিয়ায় ৩২ লক্ষ ৮০ হাজার ফলোয়ার নিয়ে যুক্ত হল রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নাম।
আরও পড়ুন: বিবিধের মাঝে ঐক্যের বার্তা দিয়ে শপথ নিলেন রাষ্ট্রপতি
শপথ নিয়ে দেশের ১২৫ কোটি মানুষকে ধন্যবাদ জানিয়েছেন কোবিন্দ। ‘প্রেসিডেন্ট অব ইন্ডিয়া’র টুইটার অ্যাকাউন্টের প্রথম টুইটে রাষ্ট্রপতি কোবিন্দ লেখেন, “দেশের চতুর্দশ রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়ে আমি সম্মানিত। বিনম্রতার সঙ্গে আমি আমার সকল দায়িত্ব পালন করব।”
Honoured to be sworn in as the 14th President of India; would be carrying out my responsibilities with all humility #PresidentKovind
— President of India (@rashtrapatibhvn) July 25, 2017