Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Puducherry

Exit polls result 2021: পুদুচেরিতে সরকার গড়তে পারে এনডিএ জোট, বুথফেরত সমীক্ষায় আভাস

বিজেপি, এডিএমকে এবং এন রঙ্গস্বামী এন আর কংগ্রেসের জোট অধিকাংশ সমীক্ষাতেই এগিয়ে রয়েছে পুদুচেরিতে।

বুথফেরত  সমীক্ষা

বুথফেরত সমীক্ষা নিজস্ব চিত্র

  সংবাদ সংস্থা 
নয়াদিল্লি শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০২১ ২২:৩৮
Share: Save:

বিধানসভা ভোটের মাস খানেক আগেই আস্থাভোটে হেরে পুদুচেরির ক্ষমতা খুইয়েছিল কংগ্রেস। বিধানসভা ভোটের বুথফেরত সমীক্ষাতেও দেখা গেল একাধিক সংস্থা পুদুচেরিতে এগিয়ে রেখেছে এনডিএ জোটকেই।

বিজেপি, এডিএমকে এবং এন রঙ্গস্বামী এন আর কংগ্রেসের জোট অধিকাংশ সমীক্ষাতেই এগিয়ে রয়েছে পুদুচেরিতে। যার মধ্যে একক বৃহত্তম দল হিসেবে একাধিক সংস্থা এগিয়ে রেখেছ এন রঙ্গস্বামীর এআইএনআরসিকেই। রিপাবলিক-সিএনএক্সের যৌথ সমীক্ষায় দেখা যাচ্ছে, এনডিএ পেতে পারে ১৬-২০টি আসন। যার মধ্যে এআইএনআরসি একাই পাবে ১০-১২টি। অন্যদিকে কংগ্রেস এবং ডিএমকে-র ইউপিএ জোটের ১১-১৩টি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে। ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস মাই ইন্ডিয়ার সমীক্ষায় অবশ্য বলা হয়েছে এনডিএ ২০-২৪টি আসন পেতে পারে। ইউপিএ পেতে পারে ৬-১০টি আসন। এবিপি- সি ভোটারের সমীক্ষা বলছে পুদুচেরিতে এনডিএ ১৯-২৩টি আসন পেতে পারে আর ইউপিএ ৬-১০টি। সিএনএক্সের একক সমীক্ষায় দেখা যাচ্ছে এনডিএ পাবে ১৬-২০টি আসন, ইউপিএ ১১-১৩টি।

সমীক্ষার বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে, বিজেপির জোটই সরকার গড়তে চলেছে পুদুচেরিতে। সে ক্ষেত্রে মুখ্যমন্ত্রী হতে পারেন পুদুচেরির প্রাক্তন মুখ্যমন্ত্রী এন রঙ্গস্বামীই।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

BJP Puducherry
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE