Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Congress

Congress: পঞ্জাব কংগ্রেসের অন্দরে ফের অশান্তি, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সরব পাঁচ মন্ত্রী

বৈঠকে ঠিক হয়েছে, পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল দিল্লিতে সনিয়া গাঁধীর সঙ্গে দেখা করবে।

ফাইল ছবি

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ২৪ অগস্ট ২০২১ ১৭:২৫
Share: Save:

নতুন সঙ্কট পঞ্জাবের শাসকদল কংগ্রেসের অন্দরে। মঙ্গলবার প্রকাশ্যে মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরেন্দ্র সিংহের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলেন তাঁরই মন্ত্রিসভার পাঁচ মন্ত্রী ও প্রায় ২৪ জন বিধায়ক। তাঁরা সরাসরি কংগ্রেস শীর্ষ নেতৃত্বকে চিঠি লিখে জানিয়ে দিলেন, অমরেন্দ্র নেতৃত্বের উপর তাঁদের আস্থা নেই। পাশাপাশি, তাঁদের বক্তব্য আগের বিধানসভা ভোটের আগে দেওয়া একাধিক প্রতিশ্রুতি পূর্ণ করতে পারেননি অমরিন্দর।

এই বিদ্রোহী মন্ত্রী ও বিধায়করা মঙ্গলবার দেখা করেন এক মন্ত্রীর বাড়িতে। তাঁর বাড়িতেই বৈঠক হয়। সেখানে শীর্ষ নেতৃত্বকে চিঠি লেখার সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি বৈঠকে ঠিক হয়েছে, পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল দিল্লিতে সনিয়া গাঁধীর সঙ্গে দেখা করবে। সেখানেই অমরেন্দ্রর নেতৃত্ব জনিত সমস্যা নিয়ে আলোচনা করা হবে। বিদ্রোহীদের পক্ষ সুখজিন্দর রানধাওয়া বলেন, ‘‘পার্টির দিল্লি নেতৃত্ব মুখ্যমন্ত্রী বদলের সিদ্ধান্ত নিয়ে থাকেন। কিন্তু আমরা এ ক্ষেত্রে আমাদের মতামত জানাতে বাধ্য হচ্ছি। কারণ আমাদের মনে হচ্ছে, অমরেন্দ্রকে মুখ্যমন্ত্রীর মুখ করে যদি কংগ্রেস ভোটে লড়ে, তাহলে ফল খুব একটা ভাল হবে না।’’

অমরেন্দ্রর বিরোধী গোষ্ঠীর তরফ থেকে বলা হয়েছে, ‘‘আমাদের কোনও উচ্চাকাঙ্ক্ষা নেই, তাও আমরা বিষয়টির নেতৃত্বের দৃষ্টি আকর্ষণ করতে চাইছি। আগের বিধানসভা ভোটে দেওয়া একাধিক প্রতিশ্রুতি পূর্ণ করা হয়নি, সেটাই জানিয়ে রাখতে চাইছি শীর্ষ নেতৃত্বকে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Congress Punjab Captain Amarinder Singh
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE