Advertisement
২৩ এপ্রিল ২০২৪
sonia gandhi

Robert Vadra: ‘প্রয়োজনে রাজনীতিতে আসব’, সনিয়াকে ইডির জিজ্ঞাসাবাদের মধ্যেই ইঙ্গিত রবার্ট বঢরার

রাজনীতিতে যোগ দেওয়া নিয়ে ইঙ্গিত দিলেন রবার্ট বঢরা। সনিয়াকে ইডির জিজ্ঞাসাবাদ নিয়ে বিজেপিকে নিশানা করেছেন তিনি।

ফাইল চিত্র।

ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ২১ জুলাই ২০২২ ১৬:৪৯
Share: Save:

রাজনীতির আঙিনায় পা রাখতে চলেছেন সনিয়া গাঁধীর জামাতা রবার্ট বঢরা? বৃহস্পতিবার কংগ্রেস সভানেত্রীর ইডি দফতরে হাজিরার দিনই তেমনই ইঙ্গিত দিলেন তিনি। বললেন, ‘‘দেশকে বদলানোর জন্য যদি দরকার হয়, তাহলে রাজনীতিতে আসব।’’

ন্যাশনাল হেরাল্ড মামলায় সনিয়াকে ইডির জিজ্ঞাসাবাদ ঘিরে বৃহস্পতিবার উত্তেজনা ছড়ায় রাজধানীতে। একাধিক কংগ্রেসের নেতাকে গ্রেফতার করা হয়েছে। সনিয়াকে জিজ্ঞাসাবাদ প্রসঙ্গে বিজেপিকে বিঁধে রবার্ট অভিযোগ করেন, তদন্তকারী সংস্থাকে অপব্যবহার করছে বিজেপি। তাঁর কথায়, ‘‘বিজেপির একটা নেতার নাম বলুন আমায়, যাঁকে এই তদন্তকারী সংস্থাগুলি জিজ্ঞাসাবাদ করেছে। যখনই ওদের উপলব্ধি হয় যে, ওদের নীতি নিয়ে সন্তুষ্ট নয় সাধারণ মানুষ, তখনই গাঁধী পরিবারকে হেনস্থা করে।’’

এর পরই বঢরা বলেছেন, ‘‘দেশে পরিবর্তন দরকার। যদি মানুষ মনে করে যে, দেশে পরিবর্তন আনতে আমার প্রয়োজন রয়েছে, তা হলে রাজনীতিতে আসব।’’

ইডির জিজ্ঞাসাবাদের আগে সনিয়াকে পরামর্শ দেওয়ার কথাও জানিয়েছেন রবার্ট। তিনি বলেছেন, ‘‘কী ভাবে তদন্তকারী সংস্থার মুখোমুখি হতে হবে, এ ব্যাপারে পরামর্শ দিয়েছি ওঁকে। কারণ আমি নিজেই ১৫ বার ইডির মুখোমুখি হয়েছি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

sonia gandhi Robert Vadra BJP Congress
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE