Advertisement
২০ এপ্রিল ২০২৪

রাজনীতিতে আসছেন! ফেসবুকে ইঙ্গিত রবার্টের

তবে লোকসভা ভোটের আগেই তিনি রাজনীতিতে যোগ দেবেন কি না, তা রবার্ট স্পষ্ট করেননি। কিন্তু তাঁর এই ঘোষণায় কংগ্রেসের অনেক নেতাই চমকে গিয়েছেন। তাঁদের মতে, এতে রাহুল-প্রিয়ঙ্কা-সনিয়া সহ গোটা পরিবারেরই সমস্যা বাড়বে।

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০১৯ ০৪:১৫
Share: Save:

গত মাসেই খাতায়-কলমে সক্রিয় রাজনীতিতে যোগ দিয়েছেন প্রিয়ঙ্কা গাঁধী বঢরা। আজ তাঁর স্বামী রবার্ট বঢরা ফেসবুকে লিখলেন, ‘‘দেশবাসীকে সাহায্য করার জন্য আমার রাজনীতিতে থাকার প্রয়োজন নেই। কিন্তু যদি রাজনীতিতে যোগ দিয়ে আরও বেশি বদল আনতে পারি, তা হলে ক্ষতি কী?’’

তবে লোকসভা ভোটের আগেই তিনি রাজনীতিতে যোগ দেবেন কি না, তা রবার্ট স্পষ্ট করেননি। কিন্তু তাঁর এই ঘোষণায় কংগ্রেসের অনেক নেতাই চমকে গিয়েছেন। তাঁদের মতে, এতে রাহুল-প্রিয়ঙ্কা-সনিয়া সহ গোটা পরিবারেরই সমস্যা বাড়বে। কারণ, একগুচ্ছ দুর্নীতি মামলায় রবার্টের বিরুদ্ধে তদন্ত চলছে। তিনি নিজে যদিও সবটাই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলছেন। কংগ্রেসেরও তা-ই অবস্থান। রবার্ট আজ বলেন, ‘‘যখন আমার বিরুদ্ধে কোনও অভিযোগ থাকবে না, তখনই জনসেবায় আরও বড় ভূমিকা নেওয়া উচিত হবে বলে মনে করি।’’

প্রিয়ঙ্কা পূর্ব উত্তরপ্রদেশের দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব নেওয়ার সঙ্গে সঙ্গেই রবার্টের বিরুদ্ধে তদন্ত জোরদার হয়েছে। প্রিয়ঙ্কা অবশ্য জানিয়েছেন, তিনি স্বামীর পাশে রয়েছেন। কিন্তু কংগ্রেসের অনেক নেতার মতে, রবার্ট আগামী দিনে গোটা গাঁধী পরিবারের পক্ষে বোঝা হয়ে দাঁড়াতে পারেন। কংগ্রেসের এক নেতার কথায়, ‘‘লোকসভা ভোটের আগে রবার্ট রাজনীতিতে এলে সেটা হবে সঠিক সময়ে বেঠিক সিদ্ধান্ত।’’

বিজেপি রবার্টের ঘোষণাকে লুফে
নিয়েছে। রবার্টকে দেখিয়ে বিজেপি টুইটারে কটাক্ষ করেছে— এ বার কংগ্রেসের প্রধানমন্ত্রী পদপ্রার্থীর আবির্ভাব হল! কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ আবার রবার্টকে তাচ্ছিল্য করে বলেছেন, ‘‘উনি কংগ্রেসের জন্য গুরুত্বপূর্ণ হতে পারেন। কিন্তু আমি ওঁর রাজনীতিতে যোগ দেওয়ার বিষয়ে মন্তব্য করে ওঁকে গৌরবান্বিত করতে চাই না।’’ একাংশ প্রশ্ন তুলছেন, দুর্নীতির মামলা থেকে রক্ষা পেতেই কি রবার্ট রাজনীতিতে আসতে চাইছেন?

কংগ্রেস মুখপাত্র পবন খেরা বলেন, ‘‘উনি অনেক দিন ধরেই সামাজিক কাজ করছেন। সে জন্য কি নরেন্দ্র মোদীর অনুমতি নিতে হবে? সকলেরই অধিকার রয়েছে, নিজের অনুভব, গুণ কাজে লাগিয়ে দেশের মঙ্গলের জন্য কাজ করার।’’

রবার্ট এর আগেও তাঁর নানাবিধ জনসেবার ছবি ও তথ্য সোশাল মিডিয়ায় তুলে ধরেছেন। প্রিয়ঙ্কা কংগ্রেসে যোগ দেওয়ার পরে রবার্টের অনুগামীরা রাহুল-প্রিয়ঙ্কা-রবার্টের ছবি-সহ পোস্টারে কংগ্রেসের সদর দফতরের সামনের রাস্তা ভরিয়ে দিয়েছিলেন। আজ রবার্ট ফেসবুকে লিখেছেন, ‘‘দেশের বিভিন্ন অংশে, বিশেষত উত্তরপ্রদেশে কাজ করতে গিয়ে, প্রচারে গিয়ে মানুষের জন্য আরও কিছু করার ইচ্ছে হয়েছে।…এত বছরের অভিজ্ঞতা, শিক্ষা বিফলে যেতে পারে না।’’

রবার্টের বিরুদ্ধে এই মুহূর্তে ব্রিটেনে ন’টি বেনামি সম্পত্তি কেনা ও বিকানেরে জমি সংক্রান্ত দুর্নীতির তদন্ত করছে ইডি। তাঁর মা-কেও ইডি জেরা করেছে। শনিবারই দিল্লি হাইকোর্টে তাঁর বিরুদ্ধে মামলার নথি হাতে পেতে আর্জি জানিয়েছেন রবার্ট। গত ১৬ ফেব্রুয়ারি আদালত তাঁকে ২ মার্চ পর্যন্ত অন্তর্বর্তী জামিন দিয়েছিল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Rahul Gandhi Sonia Gandhi Robert Vadra Congress
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE