Advertisement
২৩ এপ্রিল ২০২৪

ইয়াকুবের ফাঁসির বিরোধিতায় সলমনের বিতর্কিত টুইট

ইয়াকুব মেমনের ফাঁসির বিরোধিতায় মুখ খুলে নয়া বিতর্কে জড়ালেন বলিউড সুপারস্টার সলমন খান। টুইটারে ইয়াকুবের সমর্থনে মুখ খুলে তাকে নির্দোষ বলে দাবি করলেন সলমন। পাশাপাশি, ইয়াকুবের ভাই টাইগার মেমনকে ফাঁসিতে ঝোলানোরও দাবি জানিয়েছেন বলিউডের এই অভিনেতা। সলমনের টুইট, “টাইগারকে ফাঁসিতে ঝোলাও। ভাইকে নয়, তাকে প্যারেড করানো হোক।” এর পরেই তা নিয়ে সমালোচনার ঝড় উঠে সোশ্যাল মিডিয়ায়।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৬ জুলাই ২০১৫ ১১:১৫
Share: Save:

ইয়াকুব মেমনের ফাঁসির বিরোধিতায় মুখ খুলে নয়া বিতর্কে জড়ালেন বলিউড সুপারস্টার সলমন খান। টুইটারে ইয়াকুবের সমর্থনে মুখ খুলে তাকে নির্দোষ বলে দাবি করলেন সলমন। পাশাপাশি, ইয়াকুবের ভাই টাইগার মেমনকে ফাঁসিতে ঝোলানোরও দাবি জানিয়েছেন বলিউডের এই অভিনেতা। সলমনের টুইট, “টাইগারকে ফাঁসিতে ঝোলাও। ভাইকে নয়, তাকে প্যারেড করানো হোক।” এর পরেই তা নিয়ে সমালোচনার ঝড় উঠে সোশ্যাল মিডিয়ায়।

মাইক্রো ব্লগিং সাইট টুইটারে ইয়াকুবের ফাঁসির বিরোধিতা করে ৫১ মিনিটে ১৪টি টুইট করেন সলমন। মুম্বই বিস্ফোরণ মামলার আর এক অন্যতম চক্রী টাইগার মেমনের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক মন্তব্য করেন তিনি। টাইগারকে নিশানা করে সলমনের টুইট, “তুমহারা ভাই কুছ দিনও মে তুমহারে লিয়ে ফাঁসি কি ফান্দে পেহ চড়নে ওয়ালে হ্যায়। কোয়ি স্টেটমেন্ট! কোয়ি অ্যাড্রেস! কুছ তো বোলো! বাহ, ভাই তো হো অ্যায়সা। মতলব, ইয়া খুব মেমন।” অথবা “টাইগার কি হি তো কমি হ্যায় ইন্ডিয়া মে। টাইগার কো লাও।”

সুপ্রিম কোর্টের রায়ে ১৯৯৩ সালে মুম্বইতে ধারাবাহিক বিস্ফোরণের অন্যতম চক্রী ইয়াকুবের ফাঁসির আদেশ বহাল হয়। আগামী ৩০ জুলাই সে দিন ধার্য করা হয়। ফাঁসি রদ করা নিয়ে আগেই সরব হয়েছিলেন সিপিএম নেতৃত্ব। এ বার একই সুর শোনা গেল সলমনের মুখেও। ইয়াকুবের সমর্থনে মুখ খুলতে এত দেরি করলেন তেন। তা নিয়েও সাফাই দিয়েছেন তিনি। সলমন জানিয়েছেন, বেশ কয়েক দিন থেকেই এই নিয়ে মুখ খুলতে চেয়েছিলেন তিনি।

শুধুমাত্র টাইগার নয়, বিষয়টি নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের কাছেও আর্জি জানিয়েছেন সলমন। টাইগার যদি পাকিস্তানে আত্মগোপন করে থাকে, তবে তা জানাতেও শরিফকে টুইটারে অনুরোধ করেছেন সলমন।

এই নয়া বিতর্কের মাঝেই সলমনের বাড়ির বাইরে নিরাপত্তা জোরদার করেছে মুম্বই পুলিশ। সোশ্যাল মিডিয়ার পাশাপাশি, এ বিতর্কে দেশ জুড়ে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। সলমনের কঠোর সমালোচনা করেছেন ১৯৯৩ মুম্বই বিস্ফোরণ মামলার বিশেষ সরকারি আইনজীবী উজ্জ্বল নিকম। সংবাদমাধ্যমে ওই আইনজীবী জানিয়েছেন, এই ধরনের মন্তব্যে সরাসরি আদালত অবমাননার দায়ে পড়বেন সলমন। তাঁর প্রশ্ন, “এমন করা হচ্ছে যেন ইয়াকুব নির্দোষ। সলমনের কাছে কী প্রমাণ আছে?”

আর, কী বলছেন সলমন খানের বাবা তথা বলিউড চিত্রনাট্যকার সেলিম খান? ছেলের মন্তব্যের বিরুদ্ধে গিয়ে সেলিম খান জানিয়েছেন, সলমন এমন টুইট না করলেই করলেই ভাল করতো। বিষয়টি স্পর্শকাতর বলেই তা নিয়ে মন্তব্য করা থেকে সলমনের বিরত থাকা উচিত বলে মত সেলিমের। এমনকী, ইয়াকুব নিয়ে ছেলের কোনও ধারণা নেই বলেও সাফাই দিয়েছেন তিনি।

সলমনের সেই বিতর্কিত টুইট

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE