Advertisement
১৯ এপ্রিল ২০২৪

কাশ্মীর প্রসঙ্গ রেখেই আলোচনা: সরতাজ

স্নায়ুযুদ্ধ অব্যাহত রেখে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পর্যায়ের বৈঠকের ভবিষ্যত নিয়ে এ বার ভারতের কোর্টেই বল ঠেলল পাকিস্তান। ইসলামাবাদে সাংবাদিক সম্মেলনে পাক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সরতাজ আজিজ জানিয়ে দিলেন, আগাম কোনও শর্ত ছাড়াই দিল্লিতে এনএসএ পর্যায়ের বৈঠকে যোগ দিতে প্রস্তুত তিনি।

সাংবাদিক বৈঠকে সরতাজ আজিজ। ছবি: এএফপি।

সাংবাদিক বৈঠকে সরতাজ আজিজ। ছবি: এএফপি।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২২ অগস্ট ২০১৫ ১৫:২৫
Share: Save:

স্নায়ুযুদ্ধ অব্যাহত রেখে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পর্যায়ের বৈঠকের ভবিষ্যত নিয়ে এ বার ভারতের কোর্টেই বল ঠেলল পাকিস্তান। ইসলামাবাদে সাংবাদিক সম্মেলনে পাক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সরতাজ আজিজ জানিয়ে দিলেন, আগাম কোনও শর্ত ছাড়াই দিল্লিতে এনএসএ পর্যায়ের বৈঠকে যোগ দিতে প্রস্তুত তিনি। কিন্তু ‘ইতি গজ’র মতো এ-ও জানিয়ে দিলেন, কাশ্মীর ছাড়া দু’দেশের মধ্যে আলোচনা কখনওই সম্ভব না।

শনিবার দুপুরে ইসলামাবাদে পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী সাংবাদিক বৈঠক করেন সরতাজ। এনএসএ পর্যায়ের বৈঠকের আগে বেড়ে চলা জটিলতার উত্তর খুঁজতে দু’দেশের কূটনীতিকদেরই নজর ছিল সে দিকে। সরতাজ কিন্তু বৈঠকটি করলেন পেশাদারের মতোই। বৈঠকে যোগ দেওয়ার ‘সদিচ্ছা’র কথা জানিয়েও ভারতের অস্বস্তি বাড়িয়ে যোগ করলেন কাশ্মীর প্রসঙ্গও। সমালোচনা করলেন হুরিয়ত নেতাদের গ্রেফতারিরও।

সরতাজকে এ দিন প্রথমেই প্রশ্ন করা হয়, বৈঠক বাতিল হচ্ছে কি না। উত্তরে কৌশলী সরতাজ বল ঠেললেন ভারতের কোর্টেই। বলেন, “এখনও পর্যন্ত কোনও পক্ষই বৈঠক বাতিল ঘোষণা করেনি। আমিও খোলা মনে বিনা শর্তেই দিল্লি যাচ্ছি। এ বার ভারতকে সিদ্ধান্ত নিতে হবে।” দিল্লি গেলেই যে তাঁর সঙ্গে হুরিয়ত নেতাদের কথা হয়, তা মনে করিয়ে দিয়ে তিনি বলেন, “হুরিয়তের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক অত্যন্ত গভীর। যে ভাবে হুরিয়ত নেতাদের গ্রেফতার করা হচ্ছে, তা ঠিক নয়।”

কিন্তু ভারত যে বলেছে উফা সমঝোতা অনুযায়ী বৈঠকে থাকার কথাই না কাশ্মীর প্রসঙ্গের? এ ক্ষেত্রে সরতাজের দাবি, উফা সমঝোতা লঙ্ঘন করেনি পাকিস্তান। ভারতই এর ভুল ব্যাখ্যা করছে। ভারতের এত দিনের অভিযোগ খারিজ করে তাঁর দাবি, “শেষ দু’মাসে একাধিক বার সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করেছে ভারত।” পাকিস্তানে একাধিক নাশকতার সঙ্গে ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’ জড়িত বলে একাধিক বার দাবি করেছে পাকিস্তান। এ দিন সরতাজ জানালেন, বৈঠকে ‘র’-এর বিরুদ্ধে একাধিক নথি পেশ করবে পাকিস্তান।

সরতাজের পর এ বার পালা বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের। বিকেলে সাবাদিক সম্মেলন করবেন তিনি। আর এর পরেই পরিষ্কার হবে বৈঠকের ভবিষ্যত্।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE