Advertisement
০২ এপ্রিল ২০২৩
National News

প্যান কার্ড, আয়কর রিটার্নে এখনই বাধ্যতামূলক নয় আধার: সুপ্রিম কোর্ট

আয়কর আইনের ১৩৯এএ ধারায় বলা হয়েছে আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় আধার নম্বর উল্লেখ করা বাধ্যতামূলক। নতুন প্যান কার্ড পেতে হলেও আধার নম্বর উল্লেখ করেই আবেদন করতে হবে। এই আইনকে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ জানানো হয়েছিল।

—ফাইল চিত্র।

—ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৯ জুন ২০১৭ ১৮:২১
Share: Save:

আয়কর রিটার্ন জমা দেওয়ার জন্য বা নতুন প্যান কার্ড পাওয়ার জন্য আধার নম্বরের উল্লেখ বাধ্যতামূলক করতে যে আইন কেন্দ্রীয় সরকার পাশ করিয়েছে, তার উপর স্থগিতাদেশ দিতে সুপ্রিম কোর্ট রাজি হল না। আয়কর আইনের ১৩৯এএ ধারাকে দেশের সর্বোচ্চ আদালত বাতিল করল না। কিন্তু বিচারপতি এ কে সিকরি এবং বিচারপতি অশোক ভূষণের বেঞ্চ শুক্রবার জানাল, যত দিন না সাংবিধানিক বেঞ্চে আধার সংক্রান্ত মামলার ফয়সলা হচ্ছে, তত দিন আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় কেউ যদি আধার নম্বর উল্লেখ না করেন, তা হলে কোনও শাস্তি হবে না।

Advertisement

আরও পড়ুন: রাজ্যে রাজ্যে চাষিদের কোপে বেসামাল মোদী

কর ফাঁকি রুখতে প্যান-এর সঙ্গে আধার নম্বরকে জুড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। তার জন্য আইনও পাশ করানো হয়েছে। আয়কর আইনের ১৩৯এএ ধারায় বলা হয়েছে আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় আধার নম্বর উল্লেখ করা বাধ্যতামূলক। নতুন প্যান কার্ড পেতে হলেও আধার নম্বর উল্লেখ করেই আবেদন করতে হবে। এই আইনকে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ জানানো হয়েছিল। সেই মামলাতেই দুই বিচারপতির বেঞ্চ শুক্রবার জানিয়েছে, আয়কর আইনের ১৩৯এএ ধারা বাতিল করা হবে না। আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় বা নতুন প্যান কার্ডের আবেদন করার সময় আধার নম্বর উল্লেখ করতে হবে বলে যে আইন করা হয়েছে, তা অবৈধ নয় বলে আদালত জানিয়েছে। কেন্দ্র এমন আইন করতেই পারে বলে আদালত মনে করছে। কিন্তু আধার প্রকল্প থেকে তথ্য ফাঁস হচ্ছে এবং নাগরিকের ব্যক্তিগত গোপনীয়তার অধিকার লঙ্ঘিত হচ্ছে বলে অভিযোগ তুলে যে মামলা দায়ের হয়েছে, সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চে সেই মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আয়কর সংক্রান্ত বিষয়ে আধার নম্বরের উল্লেখ থাকা বাধ্যতামূলক নয় বলেও বিচারপতি এ কে সিকরি এবং বিচারপতি অশোক ভূষণের বেঞ্চ এ দিন জানিয়েছে।

আয়কর সংক্রান্ত বিষয়ে আধার নম্বরের উল্লেখ বাধ্যতামূলক করার জন্য কেন্দ্র যে আইন করেছে, সুপ্রিম কোর্ট তাতে স্থগিতাদেশ দিল না। তবে জানিয়ে দিল, আধার নম্বরের উল্লেখ এখনই বাধ্যতামূলক নয়। —ফাইল চিত্র।

Advertisement

আধার প্রকল্প থেকে নাগরিকের ব্যক্তিগত তথ্য ফাঁস হয়ে যাচ্ছে বলে অনেকগুলি অভিযোগ ইতিমধ্যেই সামনে এসেছে। তথ্য যে ফাঁস হয়েছে, তা সরকারও মেনে নিয়েছে। তাই আধার প্রকল্পকেই চ্যালেঞ্জ জানিয়ে মামলা হয়েছে সুপ্রিম কোর্টে। সাংবিধানিক বেঞ্চে সেই মামলার বিচার চলছে। নাগরিকের ব্যক্তিগত গোপনীয়তার সঙ্গে আপোস হচ্ছে বলে মেনে নিয়ে সাংবিধানিক বেঞ্চ যদি আধার প্রকল্পকেই অবৈধ ঘোষণা করে, তা হলে আয়কর আইনের ১৩৯এএ ধারা এমনিতেই অকেজো হয়ে যাবে। যে হেতু আধারের বৈধতা সংক্রান্ত মামলাটি সাংবিধানিক বেঞ্চের বিচারাধীন, তাই সেই সংক্রান্ত বিষয়ে বিচারপতি সিকরি ও বিচারপতি ভূষণের বেঞ্চ কোনও মন্তব্য করতে চায়নি। কিন্তু দুই বিচারপতির বেঞ্চ বুঝিয়ে দিয়েছে, আধার যদি বৈধ হয়, তা হলে আয়কর সংক্রান্ত বিষয়ে আধার নম্বর উল্লেখ করার আইনও বৈধ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE
Popup Close
Something isn't right! Please refresh.