দিল্লির দূষণ নিয়ে সংবাদমাধ্যমের ভূমিকায় উষ্মা প্রকাশ করল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি এন ভি রমণার নেতৃত্বধীন বেঞ্চ বলেছে, ‘টিভি চ্যানেলগুলিতে প্রসঙ্গ বহির্ভূত বিতর্ক সবচেয়ে বেশি দূষণ ছড়াচ্ছে।’
প্রধান বিচারপতি বেঞ্চের মতে, দিল্লির দূষণ নিয়ে সুপ্রিম কোর্টের ছোটখাটো পর্যবেক্ষণকেও টিভি চ্যানেলগুলির আলোচনায় ‘বিতর্কিত বিষয়’ হিসেবে উপস্থাপিত করা হচ্ছে। খড়বিচালি পোড়ানোর ঘটনা নিয়ন্ত্রণে সরকারকে সক্রিয় হওয়ার নির্দেশ দিলেও অভিযুক্ত কৃষকরা যাতে শাস্তি না পান, সে দিকে নজর রাখার কথাও বলেছে শীর্ষ আদালত।
দিল্লি সরকারের তরফে দূষণের কারণ হিসেবে পার্শ্ববর্তী হরিয়ানা এবং উত্তরপ্রদেশের কৃষকদের খড়বিচালি পোড়ানোকে চিহ্নিত করার চেষ্টা হয়েছিল। কিন্তু সম্প্রতি কেন্দ্রের কৌঁসুলি, সলিসিটর জেনারেল তুষার মেহতা শীর্ষ আদালতকে জানান, দিল্লির দূষণের মাত্র ১০ শতাংশ হচ্ছে পার্শ্ববর্তী রাজ্যগুলিতে খড়বিচালি পোড়ানো ফলে। যানবাহন এবং শিল্প থেকে বায়ু দূষণের পরিমাণ তার চেয়ে অনেক বেশি।