শেখ আবদুল্লার ছবি আর খোদিত থাকবে না জম্মু কাশ্মীরের পুলিশ মেডেলে। জম্মু কাশ্মীর সরকার সিদ্ধান্ত নিয়েছে, আবদুল্লার পরিবর্তে ওই পদকে থাকবে জাতীয় প্রতীক। শের-ই-কাশ্মীর পদকের পরিবর্তে এখন থেকে ওই পদকের নাম হবে, জম্মু কাশ্মীর পুলিশ পদক। রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রক এই নির্দেশিকা জারি করেছে।