Advertisement
২৫ এপ্রিল ২০২৪

এনআরসি নিয়ে আশঙ্কায় সিদ্দেক

অসমে বাঙালিদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। এনআরসি নথিতে তাই ওআই, ডিএফ, ডিভি শব্দ ব্যবহার করা হচ্ছে— এমনই আশঙ্কা প্রকাশ করে সবাইকে একজোট হয়ে আন্দোলনের ডাক দিলেন প্রাক্তন মন্ত্রী সিদ্দেক আহমেদ।

নিজস্ব সংবাদদাতা
করিমগঞ্জ শেষ আপডেট: ০৩ অগস্ট ২০১৬ ০৩:৪৫
Share: Save:

অসমে বাঙালিদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। এনআরসি নথিতে তাই ওআই, ডিএফ, ডিভি শব্দ ব্যবহার করা হচ্ছে— এমনই আশঙ্কা প্রকাশ করে সবাইকে একজোট হয়ে আন্দোলনের ডাক দিলেন প্রাক্তন মন্ত্রী সিদ্দেক আহমেদ।

আজ করিমগঞ্জে সাংবাদিক বৈঠকে প্রাক্তন মন্ত্রী অভিযোগ করেন, এনআরসি নথিতে যে ভাবে ওআই (অরিজিন্যাল ইনহেরিটেন্ট), ডিভি (ডাউটফুল ভোটার), ডিএফ (ডিক্লেয়ার্ড ফরেনার্স) শব্দ উল্লেখ করা হয়েছে, তাতে বাঙালিদের স্বার্থ বিপন্ন হতে পারে।

তাঁর বক্তব্য, এক বার এনআরসি প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে গেলে আদালতে গিয়েও বিচার পাওয়া যাবে না। তাই সবাইকে এ ধরনের চক্রান্তের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান সিদ্দেক। তিনি বলেন, ‘‘এনআরসি প্রক্রিয়ার বিরুদ্ধে আন্দোলন কোনও সরকার বা বিশেষ ভাষাগোষ্ঠীর লোকেদের বিরুদ্ধে নয়। সেই আন্দোলন শুধু বাঙালি জাতির জন্য।’’ প্রাক্তন মন্ত্রীর বক্তব্য, এনআরসি নথিতে এ ধরনের শব্দ ব্যবহারের অর্থ বাঙালিদের বিপন্ন করা। ভবিষ্যতে শিক্ষা, চাকরি এমনকি রাজনৈতিক ক্ষেত্রেও সংরক্ষণ করা হবে। তার জেরে এ রাজ্যে বাঙালিরা কোনও ভাবেই মাথা উঁচু করে দাঁড়াতে পারবেন না।

সাংবাদিক বৈঠকে উপস্থিত জেলা কংগ্রেসের প্রাক্তন সভাপতি সতু রায় বলেন, ‘‘এনআরসি নথিতে ডিএফ কিংবা ওআই শব্দ ব্যবহার করা উচিত নয়।’’ তাঁর বক্তব্য, ১৯৫১ বা ১৯৬৬ সালকে ভিত্তিবর্ষ ধরে এনআরসির কাজ শুরু করা হলেও, পরে পারিবারিক সম্পর্কের প্রমাণপত্র জমা দিতে হয়েছে। সেই বিষয়টি যে ভাবে অভিসন্ধিমূলক, ঠিক একই ভাবে ওই সব শব্দ একই কারণে ব্যবহার করা হচ্ছে। তিনি পৃথক যৌথ ভাবে আন্দোলনের পরামর্শ দেন। সাংবাদিক বৈঠকে সুব্রত দেব, ঋজু আহমেদ উপস্থিত ছিলেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Siddique ahmed NRC
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE