দু’মাস হল দায়িত্ব পেয়েছেন বস্ত্র মন্ত্রকের। এর মধ্যেই মন্ত্রকের বর্ষীয়ান আমলার সঙ্গে বিবাদে জড়িয়ে পড়লেন স্মৃতি ইরানি। ঠিক যে ভাবে এক সময়ে তিনি বিতর্কে জড়াতেন কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী থাকার সময়। কিন্তু এ বার স্মৃতি ও তাঁর মন্ত্রকের সচিব রেশমি বর্মার বিবাদ এমন পর্যায়ে পৌঁছেছে যে হস্তক্ষেপ করতে হয়েছে খোদ প্রধানমন্ত্রীর সচিবালয়কে।
মন্ত্রী ও সচিবে শুরু থেকেই বনাবানি হচ্ছে না বলে গুঞ্জন চলছিল মন্ত্রকে। সম্প্রতি বিষয়টি চরমে ওঠে। সূত্রের খবর, চলতি মাসে সচিব রেশমিকে ১২টি নোট পাঠিয়েছেন মন্ত্রী। সমস্ত ফাইল কেন সচিবের হাত ঘুরে আসছে তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। আমলাদের একাংশের মতে, মন্ত্রকের যাবতীয় ক্ষমতা কার হাতে থাকবে তা নিয়েই বিরোধের সূত্রপাত। আগামী অক্টোবরে বস্ত্র সম্মেলন হবে। তার আগে এই শিল্পে ৬ হাজার কোটি টাকার প্যাকেজ ঘোষণা করেছে কেন্দ্র। এর উপর নির্ভর করে আগামী তিন বছরে ১ কোটি নতুন কর্মসংস্থান হবে বলে আশা করছে নরেন্দ্র মোদীর সরকার। সূত্রের খবর, ওই প্যাকেজের টাকা কী ভাবে খরচ হচ্ছে, সেই প্রশ্নে অন্য আমলাদের সামনেই সচিবের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েন মন্ত্রী। শুধু তা-ই নয়, প্যাকেজের অর্থ ঠিক ভাবে খরচ হচ্ছে না বলে মন্ত্রিসভার বৈঠকেও সরব হন স্মৃতি।
এর পরেই তৎপর হয় প্রধানমন্ত্রীর সচিবালয়। রেশমির সামনেই বস্ত্র মন্ত্রকের আমলাদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী সচিবালয়ের কর্তারা। কথা হয় স্মৃতির সঙ্গেও। কোথায় সমস্যা হচ্ছে, সবিস্তার তা জানতে চাওয়া হয় উভয় পক্ষের কাছেই। প্রধানমন্ত্রীর সচিবালয় এর পরে নির্দেশ দিয়েছে, প্যাকেজের অর্থ যাতে ঠিক উদ্দেশ্যে খরচ করতে হবে। এবং তার জন্য অর্থ, শ্রম ও বাণিজ্য মন্ত্রক যেন বস্ত্র মন্ত্রককে সব ধরনের সাহায্য করে। তাতে স্মৃতি ও তাঁর মন্ত্রকের সচিবের মধ্যে বিরোধ কতটা মিটবে, সে প্রশ্ন অবশ্য থাকছেই।