ফিরে এলেন ‘বেওয়াফা সোনম গুপ্ত’। তবে আর ১০ বা ১০০ টাকা নয়, এ বার তিনি ফিরে এসেছেন ২০০০ টাকার হাত ধরে। হবে নাই বা কেন, এখন তো তিনি আবার ‘আন্তর্জাতিক বেওয়াফা’। কিছু মনে পড়ছে? বুঝতে পারছেন কার কথা বলছি?
হ্যাঁ, ঠিকই ধরেছেন। ‘আন্তর্জাতিক খ্যাতি’ সম্পন্ন এই মহিলা আর কেউ নন, সেই সোনম গুপ্ত। বছর খানেক আগে যাঁর নামাঙ্কিত ‘বেওয়াফা’ নোটটি হয়তো আপনিও দেখেছিলেন ইন্টারনেটে। যাতে হিন্দি হরফে বড় বড় করে লেখা ছিল ‘সোনম গুপ্ত বেওয়াফা হ্যায়’। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এই ‘বেওয়াফা’ নোটের কিনারা অবশ্য আজও হয়ে ওঠেনি। ২০০০টাকার নোটের হাত ধরে নতুন করে যা আবার ইন্টারনেটে ভাইরাল।