বেলা একটায় স্কুল ছুটি হওয়ার কথা। ঠিক সময় ছুটিও হয়েছিল। দেড় ঘণ্টা পর বাড়ি না ফেরায় টনক নড়ে সাক্ষীর পরিবারের। শুরু হয় খোঁজ খবর। কেউ যান বন্ধুর বাড়িতে। কেউ ছোটেন স্কুলে। আর, স্কুলে যেতেই চক্ষু চড়ক গাছ ছোট্ট মেয়েটার আত্মীয়দের। কারণ, স্কুলের বাইরে থেকে তাঁরা দেখতে পান, ক্লাস রুমের দরজা বাইরে থেকে তালা বন্ধ। কিন্তু, দরজার ফাঁকে মাথা আটকে মেঝেতে পড়ে রয়েছে আট বছরের মেয়েটা। রীতিমতো কাতরাচ্ছে সে।
স্কুল ছুটি হয়ে গিয়েছে। ফলে স্কুলে কেউ নেই। বাধ্য হয়ে ক্লাস রুমের দরজা ভেঙে উদ্ধার করা হয় সাক্ষীকে। ততক্ষণে কেটে গিয়েছে প্রায় দু’ ঘণ্টা। অচৈতন্য অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মেয়েটির অবস্থা আপাতত স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা।
শাস্তি দেওয়ার নামে এমন এক অমানবিক ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের আগ্রা থেকে ৮০ কিলোমিটার দূরে ধোবাই গ্রামে।