Follow us on

Download the latest Anandabazar app

© 2021 ABP Pvt. Ltd.

Advertisement

২৯ জুন ২০২২ ই-পেপার

URL Copied

দেশ

তল্লাশিতে কী মিলল ‘বাবা’র গুপ্ত ঘরে? দেখে নিন

সংবাদ সংস্থা
৩১ অগস্ট ২০১৭ ১৬:৩১
বিশাল বিশাল ঘর, তার অধিকাংশ অংশই সোনায় মোড়া। ঘরের বেশির ভাগ আসবাবপত্রই ইম্পোর্টেড। এছাড়াও রয়েছে ঘর সাজানোর দামি দামি জিনিস।

তাঁর শোওয়ার ঘর থেকে মিলেছে প্রচুর হার্ট শেপের বালিশ। আলমারি থেকে উদ্ধার হয়েছে প্রচুর পরিমাণে কন্ডোম, গর্ভনিরোধক বড়ি।
Advertisement
মিলেছে বিপুল পরিমাণ প্রসাধনী, সেক্স টনিক, অশ্লীল সিডি ও ভিডিও।

প্রচুর বিলাসবহুল গাড়ি রয়েছে গুরমিতের গ্যারাজে। লেক্সাস থেকে রেঞ্জ রোভার— গাড়ির সংখ্যা অগুন্তি।
Advertisement
নিজের আরাম ও সুবিধার জন্য নিজস্ব গাড়ি ডিজাইনিং ইউনিটে সেগুলির ডিজাইনও বদল করা হত।

বেশির ভাগ গাড়িতেই থাকত পার্টিশন। যাতে গাড়ির পিছনের সিটে কী হচ্ছে তা চালক দেখতে না পান। গাড়ির মধ্যে মিলেছে, মহিলাদের প্রচুর অন্তর্বাস।

এছাড়াও তাঁর ৭০০ একর জমির ডেরার মধ্যে ছিল ৪টি স্কুল, তার মধ্যে দু’টি আন্তর্জাতিক স্কুল। ২টি কলেজ, হাসপাতাল, মেডিক্যাল সেন্টার, বিয়ের জন্য হল, ক্রিকেট স্টেডিয়াম, পেট্রল পাম্প, যোগাযোগ ও তথ্য কেন্দ্র, রিসর্ট, শপিং মল, মাল্টিপ্লেক্স, রেস্তোরাঁ— সবই রয়েছে ডেরার চৌহদ্দিতে।

অভিযোগ, কাউকে খতম করার দরকার হলে বাবার হয়ে সেই কাজ করত তাঁর ডেথ স্কোয়াড। ১০ জন করে নাকি থাকত সেই স্কোয়াডে।

Tags: গুরমিত বাবা রাম সিংহডেরা সচ্চা সৌদা