বাজারে টোম্যাটোয় হাত পড়লেই ছ্যাঁকা লাগার উপক্রম। কেন্দ্রের একটি রিপোর্ট অনুযায়ী ২৯ জুলাই থেকে টোম্যাটোর দাম কলকাতায় ৯৫ টাকা প্রতি কেজি, দিল্লি-তে ৯২ টাকা প্রতি কেজি, ৮০ টাকা প্রতি কেজি মুম্বইতে এবং চেন্নাইতে ৫৫ টাকা প্রতি কেজি। আকাশছোঁয়া এই মূল্যবৃদ্ধির এক অভিনব প্রতিবাদ জানাল কংগ্রেস। স্টেট ব্যাঙ্ক অফ টোম্যাটো খুলে!
সংবাদ সংস্থা এএনআই-এর রিপোর্ট অনুযায়ী, উত্তরপ্রদেশের লখনউতে টোম্যাটো মজুত রাখার জন্য দিন দু’য়েক আগে এই বিশেষ ব্যাঙ্ক খুলেছে কংগ্রেস। ব্যাঙ্কের গ্রাহক ১০৩ বছরের শ্রী কৃষ্ণ বর্মা বলছেন, ‘‘আমি ৫০০ গ্রাম টোম্যাটো জমা করেছি। ৬ মাস পরে ১ কেজি টোম্যাটো ফেরত পাব। জীবনের এই সন্ধিক্ষণে এসে এমন পরিস্থিতির সম্মুখীন হতে হবে তা আগে কখনও ভেবে দেখিনি।’’
আরও পড়ুন: শুধু ঋণ মকুবে কাজ হবে না