Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Tripura

Tripura Bypolls: ত্রিপুরায় তৃণমূল প্রার্থীর উপর ‘হামলা’, আক্রান্ত সাংবাদিকও, ভোটলুটে অভিযুক্ত বিজেপি

সাংবাদিকদের উপরও হামলার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। ভোটারদের থেকে ফোন ছিনিয়ে নেওয়া হচ্ছে বলে অভিযোগ। ইভিএম বিকলেরও খবর পাওয়া গিয়েছে।

ত্রিপুরায় উপনির্বাচন

ত্রিপুরায় উপনির্বাচন

নিজস্ব সংবাদদাতা
আগরতলা শেষ আপডেট: ২৩ জুন ২০২২ ১১:০৭
Share: Save:

চার কেন্দ্রে উপনির্বাচন ঘিরে অশান্তির ঘটনায় তেতে রইল ত্রিপুরা। সে রাজ্যের শাসকদল বিজেপির বিরুদ্ধে ভোটলুটের অভিযোগ উঠল। তৃণমূল প্রার্থী অর্জুন নমঃশূদ্রের গাড়িতে হামলার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। কোনওক্রমে পালিয়ে বাঁচেন সুরমার তৃণমূল প্রার্থী। বুধবার রাত ১১টা নাগাদ তৃণমূল নেতা দীপক দাসের বাড়িতে আশ্রয় নেন অর্জুন। সেখানেও বাড়ি ঘিরে ফেলেন দুষ্কৃতীরা। বিজেপির ‘অঙ্গুলিহেলন’-এই এমন হামলা বলে অভিযোগ করা হয়েছে।

তৃণমূল প্রার্থী অর্জুন বলেছেন, ‘‘আমি সুরমা বিধানসভা কেন্দ্রের ভোটারদের বলছি, ওদের (বিজেপি) আতঙ্কে আপনারা ভয় পাবেন না। ভয় দেখালে আপনারা পিছপা হবেন না। আমি আপনাদের অনুরোধ করছি, ওদের ভোটবাক্সের মাধ্যমে শিক্ষা দিন। আমরা ভয় পাই না। আমরা তৃণমূল করি।’’ হত্যার চক্রান্ত করছে বিজেপি, এমনই অভিযোগ করেছেন অর্জুন। সুরমার বামনছড়া এলাকায় ভোট শুরুর আগে কয়েক রাউন্ড গুলি চলে। অশান্তি ছড়ায় আগরতলা এবং টাউন বড়দোয়ালি কেন্দ্রেও।

সাংবাদিকদের উপরও হামলার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। ভোটারদের থেকে ফোন ছিনিয়ে নেওয়া হচ্ছে বলে অভিযোগ। বিজেপি কর্মীরা ভোট কারচুপি করছেন, এই অভিযোগ নিয়ে খবর করতে গিয়ে বড়দোয়ালির একটি কেন্দ্রে শুভম দেবনাথ নামে এক সাংবাদিক আক্রান্ত হয়েছেন বলে খবর। তাঁর কথায়, ‘‘লোকজনকে ভোট দিতে দিচ্ছিল না গুন্ডারা। যখন আমি ক্যামেরায় সেটি ধরার করার চেষ্টা করি, তখনই আমার ওপর প্রায় ২০-৩০ জন লোক হামলা চালায়। তারা আমার ফোন, প্রেস কার্ড ছিনিয়ে নেয় এবং আমার মোটর সাইকেল ভেঙে দেয়।’’

এক ভিডিয়োতে দেখা গিয়েছে, আগরতলা কেন্দ্রের ১১ নং বুথের বাইরে জড়ো হয়ে ফোন ছিনতাই করছেন বিজেপি কর্মীরা। ভোটারদের ভয়ও দেখাচ্ছেন, তাঁদের ভোট কেন্দ্রে যেতে দেওয়া হচ্ছে না। যদিও ওই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন। যুবরাজনগরে তৃণমূল প্রার্থী মৃণালকান্তি দেবনাথের অভিযোগ, বিজেপির গুন্ডারা তাঁর বুথস্তরের এজেন্টদের ভোটকেন্দ্রে ঢুকতে দেয়নি। বিজেপির বাইক বাহিনী ভোটারদের রাস্তায় আটকে দিচ্ছে। যদিও ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহার দাবি, ‘‘শান্তিপূর্ণ ভাবেই নির্বাচন চলছে।’’

অন্য দিকে, আগরতলা, টাউন বড়দোয়ালি, সুরমা ও যুবরাজনগরের বিভিন্ন বুথে ইভিএমে যান্ত্রিক গোলযোগের খবর পাওয়া গিয়েছে।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

অন্য বিষয়গুলি:

Tripura Agartala TMC BJP
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE