Advertisement
১৯ এপ্রিল ২০২৪

পুলিশের সঙ্গে গুলির লড়াই, হত দুই মাওবাদী

লাতেহারের বরানির জঙ্গলে পুলিশ ও মাওবাদীদের মধ্যে গুলির লড়াইয়ে মৃত্যু হল দুই জঙ্গির। আহত হয়েছে এক মহিলা জঙ্গিও। মৃতদেহ শনাক্ত করার পাশাপাশি জখম এক মহিলা জঙ্গিকে গ্রেফতার করে তাঁকে লাতেহারের সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেছে পুলিশ।

নিজস্ব সংবাদদাতা
রাঁচি শেষ আপডেট: ২৯ মার্চ ২০১৫ ০৩:০০
Share: Save:

লাতেহারের বরানির জঙ্গলে পুলিশ ও মাওবাদীদের মধ্যে গুলির লড়াইয়ে মৃত্যু হল দুই জঙ্গির। আহত হয়েছে এক মহিলা জঙ্গিও। মৃতদেহ শনাক্ত করার পাশাপাশি জখম এক মহিলা জঙ্গিকে গ্রেফতার করে তাঁকে লাতেহারের সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেছে পুলিশ।

পুলিশ জানায়, গত কাল গভীর রাত থেকে শেষ রাত পর্যন্ত বরানির জঙ্গলে যৌথ বাহিনীর সঙ্গে মাওবাদীদের তুমুল গুলির লড়াই হয়। মাওবাদীরা দলে ষাট-সত্তর জন মতো ছিল বলে পুলিশের দাবি। নিহত দুই জঙ্গির নাম অনিরুদ্ধ সিংহ (৩৫) ও প্রবীণ (২০)। আহত মহিলা মাওবাদী জঙ্গির নাম লালমণি দেবী (২০) বলে জানিয়েছে লাতেহারের জেলা পুলিশ। যদিও বেসরকারি সূত্রের খবর, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। তার কারণ জঙ্গলের ভিতরে খুব কাছাকাছি দূরত্বের মধ্যে দু’পক্ষের গুলির লড়াই হয়েছে। ঘটনাস্থল থেকে দু’টি রাইফেল আর প্রচুর গুলি ছাড়াও এক বস্তা স্যানিটারি ন্যাপকিনও উদ্ধার করা হয়েছে। যা থেকে পুলিশের অনুমান জঙ্গিদের ওই দলটিতে অনেক মহিলা জঙ্গিও ছিল। রাজ্য পুলিশের ডিজি ডি কে পাণ্ডে ঘটনাস্থলে গিয়েছেন। গত রবিবার লাতেহারের মুরমু গ্রামে বিজেপি সমর্থক এক পরিবারের তিন সদস্যকে তাঁদের বাড়ির ভিতরেই গুলি করে খুন করে জঙ্গিরা। সে ক্ষেত্রে সন্দেহের তির ছিল মাওবাদীদের দিকেই। নিহতরা হলেন লাল বালকিশোরনাথ সহদেব, লাল প্রমোদনাথ সহদেব ও লাল জয় কিশোরনাথ সহদেব। তাঁরা ঝাড়খণ্ডের দূষণ পর্ষদের প্রাক্তন চেয়ারম্যান বালমুকুন্দ নাথ সহদেবের আত্মীয়। মুরমু গ্রামের জমিদার সহদেব পরিবার দীর্ঘদিন ধরেই মাওবাদীদের নিশানায়। একাধিকবার পরিবারটিকে আক্রমণ করেছে জঙ্গিরা। রবিবারের ঘটনার পরে মুখ্যমন্ত্রী রঘুবর দাস ঘোষণা করেছিলেন, জঙ্গিদের জবাব দেওয়া হবে। তারপর থেকেই গত দু’দিন ধরে মাওবাদী অধ্যুষিত এলাকার বিভিন্ন জঙ্গলে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী চিরুনি তল্লাশি চালাচ্ছিল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE