Advertisement
২০ এপ্রিল ২০২৪

শীলাকে সামনে রেখেই উত্তরপ্রদেশে লড়ছে কংগ্রেস

আশির কোঠা ছুঁই ছুঁই শীলা দীক্ষিতকে কাঁটার মুকুট পরিয়ে উত্তরপ্রদেশের সংগঠন ঢেলে সাজলেন সনিয়া ও রাহুল গাঁধী। যে টিমে ছাপ রইল প্রিয়ঙ্কা বঢরারও।

নাম ঘোষণার পর শীলা দীক্ষিতকে দলীয় কর্মীদের শুভেচ্ছা। ছবি: প্রেম সিংহ।

নাম ঘোষণার পর শীলা দীক্ষিতকে দলীয় কর্মীদের শুভেচ্ছা। ছবি: প্রেম সিংহ।

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ১৪ জুলাই ২০১৬ ২০:২৪
Share: Save:

আশির কোঠা ছুঁই ছুঁই শীলা দীক্ষিতকে কাঁটার মুকুট পরিয়ে উত্তরপ্রদেশের সংগঠন ঢেলে সাজলেন সনিয়া ও রাহুল গাঁধী। যে টিমে ছাপ রইল প্রিয়ঙ্কা বঢরারও।

কংগ্রেসের নির্বাচনী কৌশলী প্রশান্ত কিশোরের ‘ব্রাহ্মণ মুখ’ তুলে ধরার প্রস্তাব মেনেই গাঁধী পরিবার শেষ পর্যন্ত উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হওয়ার জন্য রাজি করালেন শীলাকে। যে শীলার শেষ ‘সাফল্য’ দিল্লিতে শূন্যহাতে ফিরে যাওয়া। তারপর রাজ্যপাল, মোদী জমানায় সেখান থেকে অপসারণের পর রাজনীতি থেকে কার্যত অবসর নেওয়া ৭৮ বছরের শীলাকে ফের ঠেলে ময়দানে নামালেন সনিয়া। যার ফলে ‘না’ ‘না’ করেও এখন উত্তরপ্রদেশের ‘বউ’ শীলার দায় গোবলয়ের সবথেকে বড় রাজ্যে দলের হারানো ভোটব্যাঙ্ক ফিরে পাওয়া। যা দেখে বিরোধীদের অনেকেরই কটাক্ষ, হারের দায় যাতে রাহুলের উপর না পড়ে, তার জন্যই প্রথা ভেঙে শীলাকে মুখ্যমন্ত্রীর মুখ করে তাঁর মাথায় পরিয়ে দেওয়া হল কাঁটার মুকুট।

ক’দিন আগেই রাজ্যসভার সাংসদ রাজ বব্বরকে উত্তরপ্রদেশে দলের সভাপতি করা হয়েছে। আজ আরও এক ধাপ এগিয়ে দলের প্রচার কমিটি ও সমন্বয় কমিটিও ঘোষণা করা হল। সদ্য হওয়া বিধানসভা নির্বাচনের পর থেকে দলের অনেকে যখন রাহুলকে সভাপতি করে নতুন মুখ এনে সংগঠনের আমূল পরিবর্তনের দাবি জানিয়েছেন, আজ উত্তরপ্রদেশের টিম ঘোষণার সময়ও প্রবীণতন্ত্র ও নবীনতন্ত্রের মধ্যে ভারসাম্যের পথেই হাঁটতে হল সনিয়া-রাহুলকে। প্রমোদ তিওয়ারি, মহসিনা কিদওয়াই, সলমন খুরশিদ, রীতা বহুগুণা, শ্রীপ্রকাশ জয়সবালদের মতো পুরনো ব্রিগেডকে রাখা হল সমন্বয় কমিটিতে। আর প্রচার কমিটির প্রধান করা হল ‘অমেঠীর রাজা’ সঞ্জয় সিংহকে। যদিও কংগ্রেস সূত্রের দাবি, সঞ্জয় সিংহকে প্রচারের প্রধান করার নেপথ্য কারিগর প্রিয়ঙ্কা। রাহুল ব্রিগেডের জিতিন প্রসাদ, আর পি এন সিংহদের রাখা হয়েছে কমিটিতে।

আরও পড়ুন: উত্তরপ্রদেশের ভোটে শীলাকেই মুখ করল কংগ্রেস

ধাপে ধাপে সব কমিটি ঘোষণার পর এখন শুধু বাকি রইল নির্বাচন কমিটি। সেটি আরও পরে ঘোষণা করা হবে। কিন্তু কংগ্রেস নেতৃত্ব আজ স্পষ্ট করে দিলেন, প্রিয়ঙ্কা তাঁর মা ও দাদার নির্বাচনী কেন্দ্রের বাইরে রাজ্যের অন্যত্র প্রচার করলেও কোনও দায়িত্বে আর থাকছেন না। উত্তরপ্রদেশে কংগ্রেসের পুরনো উচ্চবর্ণ ভোটব্যাঙ্ক ফের বিজেপি ও মায়াবতীর ঝুলি থেকে কেড়ে নেওয়ার জন্য প্রশান্ত কিশোর অনেক দিন ধরেই একজন ব্রাহ্মণ মুখ চাইছিলেন। উমাশঙ্কর দীক্ষিতের পুত্রবধূ ও উত্তরপ্রদেশের প্রাক্তন সাংসদ শীলা এই বলে ‘না’ করে দিয়েছিলেন, হাতে তেমন সময় নেই। আর এ বারে কংগ্রেসের লখনউয়ের মসনদ দখলেরও সম্ভাবনা নেই। কিন্তু শীলা ‘না’ করে দেওয়ার পরেও হাল ছাড়েননি সনিয়া। দলের স্বার্থেই এই ‘অনুগত সৈনিক’ আজ বলেন, ‘‘এটি গুরুদায়িত্ব। দল নিশ্চয়ই ভাল ফল করবে।’’

কংগ্রেসের এক শীর্ষনেতার মতে, ‘‘শীলা দীক্ষিতের মতো ব্রাহ্মণ মুখ, সঞ্জয় সিংহের ঠাকুর মুখ, রাজ বব্বরের মতো ওবিসি নেতার পাশাপাশি গোটা টিমে সব ধর্ম ও জাতের অংশীদারিত্ব রয়েছে। ফলে শুধুমাত্র ব্রাহ্মণ মুখের ভরসায় আমরা ভোটে লড়ছি না।’’ উত্তরপ্রদেশের দায়িত্বপ্রাপ্ত নেতা গুলাম নবি আজাদ বলেন, ‘‘দিল্লিতে শীলা দীক্ষিতের ভাল কাজ ও তাঁর অভিজ্ঞতার জন্যই তাঁকে বাছা হয়েছে।’’ এরই মধ্যে দিল্লির দুর্নীতি-দমন শাখা ট্যাঙ্কার-কেলেঙ্কারিতে শীলাকে জেরা করার জন্য এ মাসের শেষে ডেকে পাঠিয়েছে। আজাদের মতে, ‘‘এই অভিযোগ ভুল। আগে বিজেপির রমণ সিংহ, বসুন্ধরা রাজে সিন্ধিয়া, শিবরাজ সিংহ চৌহানের মতো মুখ্যমন্ত্রীরা তাঁদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে ইস্তফা দিন। তা হলে আমাদের মুখ্যমন্ত্রী-মুখ শীলা দীক্ষিতের নাম প্রত্যাহার করে নেব।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Sheila Dikshit Congress
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE