Advertisement
১৯ এপ্রিল ২০২৪
National News

দল বলছে আম্মা নিরাপদ, হাসপাতাল বলছে অত্যন্ত সঙ্কটে, বিভ্রান্তি চরমে

রবিবার সন্ধ্যায় চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালেই জয়ললিতার বড় ধরনের হার্ট অ্যাটাক হয়েছে। কিন্তু, তার মাত্র কয়েক ঘণ্টা আগে জয়ার দল এআইএডিএমকে-র তরফে জানানো হয়েছিল, ‘আম্মা’ সম্পূর্ণ সুস্থ, কয়েক দিনের মধ্যেই বাড়ি ফিরবেন।

চেন্নাইয়ে অ্যাপোলো হাসপাতালের সামনে ‘আম্মা’র উদ্বিগ্ন অনুরাগীদের ভিড় সোমবার সকালে। ছবি: রয়টার্স।

চেন্নাইয়ে অ্যাপোলো হাসপাতালের সামনে ‘আম্মা’র উদ্বিগ্ন অনুরাগীদের ভিড় সোমবার সকালে। ছবি: রয়টার্স।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৫ ডিসেম্বর ২০১৬ ১৬:১৯
Share: Save:

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতার শারীরিক অবস্থা ঠিক কেমন? এ নিয়ে চূড়ান্ত বিভ্রান্তি তৈরি হয়েছে চেন্নাইতে।

রবিবার সন্ধ্যায় চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালেই জয়ললিতার বড় ধরনের হার্ট অ্যাটাক হয়েছে। কিন্তু, তার মাত্র কয়েক ঘণ্টা আগে জয়ার দল এআইএডিএমকে-র তরফে জানানো হয়েছিল, ‘আম্মা’ সম্পূর্ণ সুস্থ, কয়েক দিনের মধ্যেই বাড়ি ফিরবেন। আজও তামিলনাড়ুর শাসক দল জানিয়েছে, সকালে জয়ললিতার হার্ট সার্জারি হয়েছে এবং তিনি এখন ভাল আছেন। কিন্তু অ্যাপোলো হাসপাতালের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, কোনও অস্ত্রোপচার হয়নি এবং মুখ্যমন্ত্রীর অবস্থা ‘অত্যন্ত সঙ্কটজনক’।

গত দু’মাস ধরে হাসপাতাল-বন্দি জয়ললিতা। তামিলনাড়ুর সরকার বা শাসক দল এআইএডিএমকে বা হাসপাতাল কর্তৃপক্ষ, কেউই স্পষ্ট করে জানায়নি জয়ার অসুস্থতা ঠিক কী ধরনের। মাঝে-মধ্যে শুধু দলের তরফে দাবি করা হচ্ছিল, আম্মা সুস্থ হচ্ছেন, তাঁর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। এর মাঝে তামলনাড়ুর একটি উপনির্বাচনে এআইএডিএমকে-র প্রার্থীকে মনোনয়ন দেওয়ার জন্য জয়ললিতার সই জরুরি হয়ে পড়েছিল। কিন্তু জয়ার স্বাক্ষর জোগাড় করা সম্ভব হয়নি। এআইএডিএমকে নেতৃত্ব হাসপাতাল থেকে জয়ললিতার টিপসই নিয়ে এসেছিলেন। জানানো হয়েছিল, হাতে সংক্রমণ রয়েছে বলে আম্মা সই করতে পারেননি। সম্প্রতি জয়ার সই করা একটি চিঠি এআইএডিএমকে প্রকাশ্যে আনে। ‘আম্মা’ সুস্থ হয়ে উঠেছেন, এমন বার্তাই তাঁর লক্ষ লক্ষ অনুগামীর মধ্যে চারিয়ে দেওয়ার চেষ্টা হয়। কিন্তু রবিবার সন্ধ্যা থেকে পরিস্থিতি সম্পূর্ণ উল্টো দিকে মোড় নিয়েছে। অ্যাপোলো হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, মুখ্যমন্ত্রী বড় ধরনের হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছেন এবং তাঁর অবস্থা সঙ্কটজনক।

‘আম্মা’র আরোগ্য কামনায় আকুল আর্তি হাসপাতালের সামনে। সোমবার। ছবি: রয়টার্স।

সোমবার সকালে বিভ্রান্তি কিন্তু ছড়িয়েছে জয়ার দল এবং হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্যের মধ্যে আকাশ-পাতাল ফারাকের জেরে। এ দিন সকালে প্রথমে এআইএডিএমকে মুখপাত্র সিআর সরস্বতী বলেন, ‘‘আজ সকালেই একটি অস্ত্রোপচার হয়েছে, চিকিত্সকেরা জানিয়েছেন, আম্মা সুস্থ হয়ে যাবেন।’’ তার পর জয়ার দলের আর এক নেতা পি রামচন্দ্রন জানান, আম্মার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। জয়ার শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজ নিতে অ্যাপোলো হাসপাতালে পৌঁছেছিলেন এক কংগ্রেস নেতা। তামিলনাড়ুর মুখ্য সচিব পি মোহন রাও ওই কংগ্রেস নেতাকে নাকি জানান, মুখ্যমন্ত্রী ভাল আছেন। কিন্তু অ্যাপোলো হাসপাতাল কর্তৃপক্ষ এই সব দাবি নস্যাৎ করে দেয়। মেডিক্যাল বুলেটিন প্রকাশ করে হাসপাতালের তরফে জানানো হয়, সোমবার সকালে জয়ললিতার হৃদযন্ত্রে কোনও অস্ত্রোপচার হয়নি। তাঁকে একস্ট্রাকর্পোরিয়াল মেমব্রেন অক্সিজেনেশন বা একমো নামের একটি জীবনদায়ী ব্যবস্থার মধ্যে রাখা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, রবিবার সন্ধ্যায় হার্টা অ্যাটাক হওয়ার পর থেকে মুখ্যমন্ত্রীর অবস্থা এতই সঙ্কটজনক যে এই একমো ব্যবস্থার মাধ্যমে তাঁর হৃদযন্ত্র ও ফুসফুসের স্বাভাবিক ক্রিয়া নিশ্চিত রাখার চেষ্টা করা হচ্ছে।

সব মিলিয়ে জয়ললিতার শারীরিক অবস্থা নিয়ে বিভ্রান্তি এখন চরমে। তামিলনাড়ু মন্ত্রিসভার সব সদস্য এবং এআইএডিএমকে বিধায়করা সকাল থেকেই একে একে অ্যাপোলো হাসপাতালে পৌঁছে গিয়েছেন। মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নিয়ে রাজ্যপাল সি বিদ্যাসাগর রাও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহকে বিশদে বিষয়টি জানিয়েছেন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী জেপি নাড্ডা জানিয়েছেন, নয়াদিল্লির এইমস থেকে চার বিশেষজ্ঞ চিকিৎসকের একটি দলকে চেন্নাই পাঠানো হয়েছে। অ্যাপোলো হাসপাতালের অনুরোধেই এই ব্যবস্থা করা হয়েছে বলে খবর।

আরও পড়ুন: হাসপাতালের বিছানা থেকেও হাসিমুখে জনতার সমস্যা মেটাচ্ছেন সুষমা

তামিলনাড়ুর বিভিন্ন প্রান্ত থেকে ‘আম্মা’র অনুগামীরা অ্যাপোলো হাসপাতালের সামনে ভিড় জমাতে শুরু করেছেন। বিপুল ভিড় সামাল দিতে হাসপাতালের সামনে ২০০ মিটার পর্যন্ত এলাকা ব্যরিকেড দিয়ে ঘিরে রেখেছে পুলিশ। রাজ্যের মন্ত্রিসভা অলিখিত ভাবে অ্যাপোলো হাসপাতালেই এ দিন বৈঠক করেছে বলে খবর। গোটা রাজ্যে পুলিশি বন্দোবস্ত নিশ্ছিদ্র করার নির্দেশ দিয়েছেন তামিলনাড়ু পুলিশের ডিজিপি। অ্যাপোলো হাসপাতালের তরফ থেকে টুইটারে জানানো হয়েছে, ‘আম্মা’ অত্যন্ত সঙ্কটজনক অবস্থায়। তাঁর আরোগ্য কামনায় সকলে প্রার্থনা করুন, আহ্বান চিকিৎসকদের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE