Advertisement
২২ সেপ্টেম্বর ২০২৩
Accident

উল্টে গেল বিয়ার ভর্তি ট্রাক, কুড়িয়ে নিতে ছুটে এলেন স্থানীয়রা, শুরু হয়ে গেল উৎসব

মঙ্গলবার বাইয়াভরম জাতীয় সড়ক দিয়ে চলছিল মদের বোতল বোঝাই ট্রাকটি। জানা গিয়েছে, চালক নিয়ন্ত্রণ হারান। তার ফলে উল্টে যায় ট্রাক।

An image of Beer Bottle

—প্রতীকী চিত্র।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
হায়দরাবাদ শেষ আপডেট: ০৬ জুন ২০২৩ ২৩:৪৮
Share: Save:

গ্রীষ্মের দুপুরে হঠাৎই সুখবর! অন্ধ্রপ্রদেশের কাসিমকোটা মণ্ডলের বাসিন্দারা ভাবতেও পারেননি এ রকম কিছু হতে পারে। জাতীয় সড়কে উল্টে গেল বিয়ার ভর্তি ট্রাক। মাদকের বোতল কুড়াতে ছুটে এলেন স্থানীয়রা।

মঙ্গলবার বাইয়াভরম জাতীয় সড়ক দিয়ে চলছিল মদের বোতল বোঝাই ট্রাকটি। জানা গিয়েছে, চালক নিয়ন্ত্রণ হারান। তার ফলে উল্টে যায় ট্রাক। ওই ট্রাকে ছিল বিয়ারের ২০০টি কেস। পড়ে গিয়ে অনেক বোতলই ভেঙে যায়। তবে যেগুলি বেঁচে ছিল সেগুলি কুড়িয়ে নিতে ছুটে আসেন বাসিন্দারা।

আস্ত বোতল কুড়িয়ে অনেকে নিয়ে যান। সেই ঘটনার ছবি, ভিডিয়ো এখন ভাইরাল। তাতে দেখা গিয়েছে, বিয়ারের বোতল কুড়িয়ে নেওয়ার জন্য রীতিমতো হুড়োহুড়ি পড়ে গিয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE