উদ্বোধনের পর দিনই হোঁচট খেয়েছিল। যা নিয়ে বিরোধীদের কটাক্ষও শুনতে হয়। বিতর্ক কাটিয়ে অবশেষে রবিবার নির্ধারিত সময়েই (সকাল ৬টা) বন্দে ভারত এক্সপ্রেস প্রথম বাণিজ্যিক যাত্রা শুরু করল যাত্রীদের নিয়ে। ট্রেনটি বেলা ২টো নাগাদ বারাণসী পৌঁছবে। সেখান থেকে বিকেল ৩টেয় ছেড়ে রাত ১১টায় নয়াদিল্লি ফেরার কথা।
এ দিন ট্রেনটি বাণিজ্যিক যাত্রা শুরু করার পরই টুইট করে তার ছবি প্রকাশ করেন রেলমন্ত্রী পীযূষ গয়াল। আগামী দুই সপ্তাহের জন্য সব টিকিট বিক্রি হয়ে গিয়েছে বলেও এ দিন টুইটে দাবি করেন রেলমন্ত্রী।
যদিও বন্দে ভারত এক্সপ্রেস উদ্বোধনের মাত্র ২৪ ঘণ্টার মধ্যে ধাক্কাই খায় কেন্দ্রীয় সরকার। উদ্বোধনের পরে ২৪ ঘণ্টা কাটতে না-কাটতেই যান্ত্রিক সমস্যায় থমকে যায় বন্দে ভারত এক্সপ্রেস। বারাণসী থেকে নয়াদিল্লি ফেরার সময় শনিবার সকালে ট্রেনের চাকায় একটি গরু কাটা পড়ে। তাতেই ব্রেক আটকে যায়।