দিনেদুপুরে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটল উত্তরপ্রদেশের গাজিয়াবাদে লোনিতে। মাথায় বন্দুক ঠেকিয়ে এক মহিলার সোনার হার এবং মোবাইল ছিনতাই করে নিল এক ডাকাত। শিউরে ওঠা সেই ভিডিয়ো প্রকাশ্যে এসেছে সোমবার।
ভিডিয়োতে দেখা যাচ্ছে, ফাঁকা ফাঁকা একটা রাস্তা। যদিও রাস্তার দু’পাশের দোকান খোলা ছিল। হঠাৎই এক যুবককে পিস্তল উঁচিয়ে পথচারী এক মহিলার দিকে তেড়ে আসতে দেখা যায়। পিস্তল দেখিয়ে মহিলাকে শাসাতে থাকে যুবক। তার পরই মহিলা তাঁর গলায় থাকা সোনার চেন রাস্তায় ফেলে দেন। সেটা কুড়িয়ে নেয় ওই যুবক। তার পরেও মহিলার মাথা তাক করে পিস্তলটি ধরে থাকে সে। এর পর মহিলার হাতে থাকা মোবাইলটিও ছিনিয়ে নেয়। পাশে দাঁড়ানো এক কিশোরের দিকেও তেড়ে যায় বন্দুকধারী ওই যুবক। তার পরই সেখান থেকে চম্পট দেয়। দিনেদুপুরে রাস্তায় এমন ঘটনায় আতঙ্ক ছড়ায় ওই এলাকায়। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।
#WATCH | Uttar Pradesh | A woman’s chain and a boy's mobile phone were snatched at gunpoint in broad daylight in Ghaziabad's Loni area
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) December 13, 2022
A case has been registered & a team has been formed. Accused are being identified. Probe underway: Rajneesh Kumar Upadhyay, DSP, Loni (12.12) pic.twitter.com/ujHriLVrIs
লোনির ডেপুটি পুলিশ সুপার রজনীশ কুমার উপাধ্যায় জানিয়েছেন, লোনি থানায় একটি ডাকাতির অভিযোগ জমা পড়েছে। অভিযুক্তকে ধরার জন্য একটি দল গঠন করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তকে চিহ্নিত করার কাজ চলছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দিনেদুপুরে এ ভাবে ডাকাতির ঘটনায় নিরাপত্তার অভাবে ভুগতে শুরু করেছেন তাঁরা।