দশ মাস আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করতে চেয়ে সময় চেয়েছিলেন যশবন্ত সিনহা। বিষয় ছিল কাশ্মীরের সমস্যা। কিন্তু আজ পর্যন্ত অটলবিহারী বাজপেয়ী জমানার ওই মন্ত্রীর আবেদনে সাড়া দেননি মোদী। দেশের আর্থিক হাল নিয়েও নিজের উদ্বেগের কথা প্রধানমন্ত্রীকে বলতে চাইছিলেন প্রবীণ বিজেপি নেতা। কিন্তু তা প্রকাশের কোনও মঞ্চ না পেয়ে কলম ধরেন তিনি। তা নিয়ে বিতর্ক তুঙ্গে ওঠে।
এ বার যদিও প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সুযোগ পেতে পারেন যশবন্ত। ১৪ অক্টোবর পটনা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ অনুষ্ঠানে হাজির থাকার কথা মোদীর। সেখানে থাকবেন নীতীশ কুমারও। বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী হিসেবে আমন্ত্রণ পেয়েছেন যশবন্তও। পটনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রাসবিহারী সিংহ জানিয়েছেন, প্রাক্তন ছাত্র এবং শিক্ষক হিসেবে যশবন্তকে আমন্ত্রণ জানানো হয়েছে। তবে তিনি হাজির থাকবেন কিনা, তা জানা যায়নি।
আরও পড়ুন: বুলেট ট্রেনে কপালে ভাঁজ বিজেপির