Advertisement
১৮ এপ্রিল ২০২৪
Bulandshar

যোগীর বাড়িতে নিহত ইনস্পেক্টরের পরিবার, মূল অভিযুক্ত যোগেশকে আত্মসমর্পণের নির্দেশ বজরং দলের

চাপের মধ্যেই নিহত পুলিশ ইনস্পেক্টর সুবোধকুমার সিংহের পরিবারের সঙ্গে দেখা করলেন যোগী।

লখনউয়ে মুখ্যমন্ত্রীর বাসভবনে তাঁর সঙ্গে দেখা করল নিহত পুলিশ ইনস্পেক্টরের পরিবার।

লখনউয়ে মুখ্যমন্ত্রীর বাসভবনে তাঁর সঙ্গে দেখা করল নিহত পুলিশ ইনস্পেক্টরের পরিবার।

সংবাদ সংস্থা
বুলন্দশহর শেষ আপডেট: ০৬ ডিসেম্বর ২০১৮ ১১:৩৬
Share: Save:

কেটে গিয়েছে তিন দিন। ইতিমধ্যেই তাঁর বিরুদ্ধে নিষ্ক্রিয় থাকার অভিযোগ উঠেছে বার বার। চাপের মুখে পুলিশ-প্রশাসনের সঙ্গে বৈঠকে বসলেও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বিরুদ্ধে সমালোচনা কমেনি। অবশেষে এ বার চাপের মধ্যেই নিহত পুলিশ ইনস্পেক্টর সুবোধকুমার সিংহের পরিবারের সঙ্গে দেখা করলেন যোগী।

বৃহস্পতিবার লখনউয়ে মুখ্যমন্ত্রীর বাসভবনে তাঁর সঙ্গে দেখা করেন নিহত পুলিশ ইনস্পেক্টরের স্ত্রী। সঙ্গে ছিল তাঁর দুই ছেলে এবং সুবোধকুমারের বোন। বেশ কিছুক্ষণ তাঁদের মধ্যে আলোচনা হয়। সূত্রের খবর, এ দিনও সুবোধের বোন ফের অভিযোগ করেন দাদরি-কাণ্ডের তদন্ত করেছিলেন বলেই তাঁর দাদা ইনস্পেক্টর সুবোধকুমার সিংহকে পরিকল্পিত ভাবে খুন করা করেছে।

গত সোমবার সকালে বুলন্দশহরে ২৫টি গবাদি পশুর দেহ উদ্ধার ঘিরে উত্তেজনা ছড়িয়েছিল। গোহত্যার গুজব ছড়িয়ে হিন্দুত্ববাদী সংগঠনগুলি পথে নামলে ছড়ায় হিংসা। খুন হন পুলিশ ইনস্পেক্টর সুবোধকুমার সিংহ এবং যুবক সুমিতকুমার সিংহ। এই ঘটনায় গোহত্যা এবং হিংসার ঘটনা নিয়ে দু’টি মামলা দায়ের করা হয়েছে। হিংসার ঘটনায় মূল অভিযুক্ত হিসেবে নাম উঠেছে বজরং দলের নেতা যোগেশ রাজের। যদিও যোগেশ সোমবার থেকে ফেরার। ইতিমধ্যেই তাঁকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে বজরং দল। যদিও দলীয় নেতৃত্বের বিশ্বাস, তিনি নির্দোষ।

আরও পড়ুন: পুলিশ নয়, গোহত্যা নিয়েই এখন চিন্তা বেশি যোগীর!

আরও পড়ুন: ‘এ বার কার বাবার পালা?’ গো-রক্ষকদের হাতে পুলিশ অফিসারের মৃত্যুতে ছেলের প্রশ্ন

পাশাপাশি, ভিডিয়ো প্রকাশ করে যোগেশ দাবি করেছে,ঘটনাস্থলে সে ছিল না। কিন্তু পুলিশের দেওয়া ফুটেজে তাকে দেখা গিয়েছে। যোগেশের দাবি, বুলন্দশহরের ঘটনায় তিনি জড়িত নন৷ ইচ্ছাকৃতভাবে ফাঁসানো হচ্ছে তাঁকে৷ যোগেশের মতোই ভিডিয়ো আপলোড করে নিজেকে নির্দোয দাবি করেছেন ঘটনায় আর এক অভিযুক্ত শিখর অগ্রবাল দাবি করেছেন পুলিশ ইনস্পেক্টর সুবোধকুমার দুর্নীতিগ্রস্ত ছিলেন।

(ভোটের খবর, জোটের খবর, নোটের খবর, লুটের খবর- দেশে যা ঘটছে তার সেরা বাছাই পেতে নজর রাখুন আমাদের দেশ বিভাগে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE