Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Sky Diving

বয়স ১০২ বছর, কিন্তু এই মহিলার নেশা শুনলে চমকে যাবেন!

একটা সংখ্যা ছাড়া যে আর কিছু নয়, তা আবার প্রমাণ করলেন ১০২ বছরের এই বৃদ্ধা। ১৪,০০০ ফুট উপর থেকে ঝাঁপিয়ে এই অস্ট্রেলীয় বৃদ্ধাই এখন পৃথিবীর বয়স্কতম স্কাইডাইভার!

অকুতোভয় ১০২ বছরের ইরিন।

অকুতোভয় ১০২ বছরের ইরিন।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৩ ডিসেম্বর ২০১৮ ১১:৪০
Share: Save:

প্রতি বছর নিজের জন্মদিনে নিজের কিছু না কিছু শখ পূরণ করেন নিশ্চই? কখনও ভেবেছেন নিজের ১০০ তম জন্মদিনে পৌঁছলে, কী চমক দেবেন নিজেই নিজেকে? অস্ট্রেলিয়ার বাসিন্দা ইরিন ও'শিয়া কী ভেবেছিলেন জানলে চমকে যাবেন নিশ্চই।

নিজের ১০০ তম জন্মদিনে জীবনে প্রথমবারের জন্য স্কাইডাইভিং করেন ও'শিয়া। কিন্তু খুব একটা সফল হতে পারেননি। তাই দু'বছরের প্রস্তুতি নিয়ে ফের স্কাইডাইভিং করলেন তিনি! হিসেব বলছে, ও'শিয়ার বয়স এখন, ১০২ বছর ১৯৪ দিন! অর্থাৎ বয়স সত্যিই একটা সংখ্যা ছাড়া যে আর কিছু নয়, তা আবার প্রমাণ করলেন ১০২ বছরের এই বৃদ্ধা। ১৪,০০০ ফুট উপর থেকে ঝাঁপিয়ে এই অস্ট্রেলীয় বৃদ্ধাই এখন পৃথিবীর বয়স্কতম স্কাইডাইভার!

দক্ষিন অস্ট্রেলিয়ার আকাশে প্রায় ১৪,০০০ ফুট উচ্চতায় বিমান থেকে ঝাঁপ দিলেন ইরিন। প্রতি ঘন্টায় ২২০ কিলোমিটার বেগে মাটির দিকে নেমে আসবার সময়ে সঠিক সময়ে প্যারাশুট খুলে নিখুঁত ভাবে মাটিতে নেমে আসেন তিনি। নেমে আসবার পর ইরিন জানান যে, খুব ঠান্ডা থাকলেও আবহাওয়া ভালো থাকায় কোনও অসুবিধা হয়নি।

আরও পড়ুন: চিনা সেনাকে ভাঙড়া নাচ শেখাল ভারতীয় সেনা

কিন্তু শুধুই কী অভিযানের উত্তেজনাতে এই ঝাঁপ? না। একটি বিশেষ কারণে অর্থ সংগ্রহ করতেই এই স্কাইডাইভিং ইরিনের। কয়েক বছর আগে মোটর নিউরন ডিজিজে আক্রান্ত হয়ে মারা যান ইরিনের মেয়ে। সেই থেকেই এই বিরল অসুখের চিকিত্‍সার জন্য তহবিল গড়তে অর্থ সংগ্রহ করে চলেছেন ইরিন। তাঁর এদিনের স্কাইডাইভিং-ও সেই অর্থ সংগ্রহেরই উদ্যোগ।

আরও পড়ুন: সুন্দর বোঝাতেই ‘ইডিয়ট’ খুঁজলে আবার ট্রাম্প!

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Sky Diving Irene O'Shea Australia
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE