Advertisement
২০ এপ্রিল ২০২৪
USA

আমেরিকায় ঝড়ে মৃত ১১

বিপর্যয়: ঝড়ে উল্টে গিয়েছে গাড়ি। আমেরিকার লুইজ়িয়ানা প্রদেশের বসিয়েরে।—ছবি এএফপি।

বিপর্যয়: ঝড়ে উল্টে গিয়েছে গাড়ি। আমেরিকার লুইজ়িয়ানা প্রদেশের বসিয়েরে।—ছবি এএফপি।

ওয়াশিংটন শেষ আপডেট: ১৩ জানুয়ারি ২০২০ ০২:৪০
Share: Save:

আমেরিকার দক্ষিণাংশে প্রবল ঝড়ে মৃত্যু হল অন্তত ১১ জনের। দেশের বড় অংশ জুড়ে চলতে থাকা বৃষ্টি ও জোরালো হাওয়ার ধাক্কায় ঝড়ে বিদ্যুৎ সংযোগ ছিন্ন হয়ে গিয়েছে বহু এলাকায়। দুর্ভোগে পড়েছেন মানুষ। ক্ষতিগ্রস্ত বহু ঘরবাড়ি। শনিবার বহু জায়গায় টর্নেডোর সতর্কবার্তা পাঠানো হয়। দেশের পশ্চিমে আবহাওয়াজনিত গোলযোগের প্রভাব পড়ে বিমান চলাচলে। শনিবার শিকাগোর দু’টি প্রধান বিমানবন্দরে হাজারেরও বেশি উড়ান বাতিল হয়। এর মধ্যে ওহায়োর আন্তর্জাতিক বিমানবন্দরে ৯৫০টি উড়ানও বাতিল হয়। মিডওয়ে আন্তর্জাতিক বিমানবন্দরে বাতিল হয় ৬০টি উড়ান।

লুইজ়িয়ানার দ্য বশারে শুক্রবার ঝড়ে মারা গিয়েছেন এক দম্পতি। টর্নেডোর প্রভাবে মাটি থেকে ৬১ ফুট পর্যন্ত উঠে যায় একটি অস্থায়ী বাড়ি। নাকোডচেস কাউন্টির একটি বাড়িতে গাছ পড়ে মৃত্যু হয়েছে ৪৪ বছরের এক জনের। মিসৌরি, আরকানসয়ে বজ্রবিদ্যুতের প্রভাবে ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হলেও কোনও হতাহতের খবর নেই। আলাবামায় বৈদ্যুতিক সংযোগ ছিন্ন হওয়ায় বিপাকে পড়েছেন ৮৫ হাজার মানুষ। ওকলাহোমায় ডুবে মারা গিয়েছেন এক জন। আইওয়ার হাইওয়েতেও অন্তত এক জনের মৃত্যুর খবর মিলেছে। ওকলাহোমা পরিহবণ দফতর জানিয়েছে, দক্ষিণ-পূর্বের বহু রাস্তা প্লাবিত। আরকানসয়ে রাস্তায় গাছ পড়ে গাড়ি চলাচল ব্যাহত হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Death Storm USA
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE