Advertisement
২৫ এপ্রিল ২০২৪

১৪ পুত্রের পর প্রথম কন্যা, আনন্দে আত্মহারা মিশিগানের দম্পতি

কাটেরি সোয়াট বৃহস্পতিবার জন্ম দিয়েছেন নিজের ১৫তম সন্তান তথা প্রথম কন্যার।

সন্তানদের সঙ্গে সােট দম্পতি। ছবি সংগৃহীত।

সন্তানদের সঙ্গে সােট দম্পতি। ছবি সংগৃহীত।

শেষ আপডেট: ০৮ নভেম্বর ২০২০ ১৩:৩৯
Share: Save:

১৪ জন পুত্রের পর জন্মালো প্রথম কন্যা সন্তান। যার ফলে এখন খুশির জোয়ারে ভাসছেন আমেরিকার মিশিগানের এক দম্পতি।

কাটেরি সোয়াট বৃহস্পতিবার জন্ম দিয়েছেন নিজের ১৫তম সন্তান তথা প্রথম কন্যার। সাড়ে ৩ কেজির শিশুটির নাম রাখা হয়েছে ম্যাগি জায়নে। কাটেরির স্বামী জে সোয়াট বলেছেন, “এই বছরটা বহু কারণে স্মরণীয়। কিন্তু ম্যাগি আমাদের কল্পনাতীত প্রাপ্তি।”

ওই দম্পতির প্রথম ছেলে টেলর সোয়াটের বয়স ২৮ বছর। তিনি বলেছেন, “মা-বাবা ভেবেছিল আর মেয়ে হবে না। আমাদের ঘরে পিঙ্কএর প্রতীক ছিল না।” কিছু দিন আগেই বিয়ে করেছেন টেলর। বাবার ২০০ একরের ফার্মহাউস থেকে ২০ মিনিট দূরে থাকেন তিনি। সন্তান সংখ্যার লম্বা তালিকার জন্য স্থানীয় মিডিয়াতেও পরিচিত সোয়াট দম্পতি। জে-ম্যাগি বিয়ে করেছিলেন ১৯৯৩ সালে। গেলর্ড হাই স্কুলে পড়ার সূত্রে তাঁদের পরিচয় দীর্ঘ দিনের। কাটেরি গ্রান্ড ভ্যালি স্টেট বিশ্ববিদ্যালয় থেকে সোশ্যাল ওয়ার্কে স্নাতকোত্তর। জে আইনজীবী। বিয়ের আগেই তাঁদের ৩টি সন্তান ছিল। বিশ্ববিদ্যালয়ে পড়তে যাওয়ার আগে থেকেই তাঁরা বাবা-মা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

USA Bizarre
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE