Advertisement
২৫ এপ্রিল ২০২৪
International News

বড়সড় ভূমিকম্প এ বার ফিজিতে, তবে এখনও ক্ষয়ক্ষতির খবর নেই

ফিজির সংবাদমাধ্যমগুলি জানিয়েছে, রবিবার সকাল পৌনে এগারোটা নাগাদ ভূমিকম্প হয়। রাজধীনী ফিজি-সহ দ্বীপ রাষ্ট্রের বিস্তীর্ণ অংশের মানুষ কম্পন বুঝতে পারেন। তার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই বাড়িঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসেন।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

সংবাদ সংস্থা
সুভা শেষ আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০১৮ ১৭:৪২
Share: Save:

ইন্দোনেশিয়ার পর এবার ফিজি। বড়সড় ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানী সুভা-সহ ফিজির বিস্তীর্ণ এলাকা। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৬.৬। তবে সুনামি সতর্কতা নেই। এখনও পর্যন্ত বড়সড় ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি।

ফিজির সংবাদমাধ্যমগুলি জানিয়েছে, রবিবার সকাল পৌনে এগারোটা নাগাদ ভূমিকম্প হয়। রাজধীনী ফিজি-সহ দ্বীপ রাষ্ট্রের বিস্তীর্ণ অংশের মানুষ কম্পন বুঝতে পারেন। তার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই বাড়িঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসেন।

মার্কিন জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, ফিজির স্থানীয় সময় সকাল ১০.৫২ মিনিটে কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে প্রাথমিক ভাবে কম্পনের মাত্রা ধরা পড়েছে ৬.৬। কেন্দ্রস্থল ফিজির দক্ষিণ পশ্চিমে ভূপৃষ্ঠের ৫৯১ কিলোমিটার গভীরে। তবে সুনামির কোনও সতর্কতা জারি করা হয়নি।

আরও পড়ুন: ইন্দোনেশিয়ায় সুনামিতে মৃত বেড়ে আট শতাধিক, চলছে উদ্ধারকাজ

আরও পড়ুন: সুনামির গ্রাসে যেতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গও!

ফিজি-র সরকারি সূত্রে জানানো হয়েছে, ভূমিকম্পে দেশের কোনও প্রান্ত থেকেই ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে প্রশাসনকে সতর্ক থাকতে বলা হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Earthquake Tremor Fiji Tsunami
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE