Advertisement
১৯ এপ্রিল ২০২৪

ব্রিটিশ প্রধানমন্ত্রীকে চিঠি লিখেও জীবনদায়ী ওষুধ পেল না ৬ শিশু

ব্রিটিশ প্রধানমন্ত্রীকে চিঠি লিখেও জীবনদায়ী ওষুধ পেল না ছ’টি শিশু! অর্থ নেই বলে, তাদের চিকিৎসা করতেও রাজি হল না লন্ডনের সরকারি হাসপাতাল!

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৯ অক্টোবর ২০১৫ ১৯:৩১
Share: Save:

ব্রিটিশ প্রধানমন্ত্রীকে চিঠি লিখেও জীবনদায়ী ওষুধ পেল না ছ’টি শিশু! অর্থ নেই বলে, তাদের চিকিৎসা করতেও রাজি হল না লন্ডনের সরকারি হাসপাতাল!

‘‘প্রাইম মিনিস্টার, আমার নাম কিরথ। আমার বয়স ছ’বছর। আমার পা দু’টো খুব দুর্বল। ঠিক মতো দাঁড়াতে পারি না। আমার যে জীবনদায়ী ওষুধটা লাগবে, সেটার অনেক দাম। আমার মা-বাবা কিনে দিতে পারছেন না। আপনি একটু ব্যবস্থা করে দেবেন, যাতে বিনা পয়সায় ওষুধটা পাই? আপনি বাঁচালে, আমি বাঁচব।’’

কাঁপা কাঁপা হাতে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনকে ওই চিঠিটা লিখেছিল ছ’বছরের কিরথ মান। ভারতীয় বংশোদ্ভুত কিরথের পাঠানো সেই চিঠিতে কাঁপা কাঁপা হাতে তাদের নাম লিখেছিল আরও পাঁচটি শিশু। সকলেই ভুগছে দুরারোগ্য ব্যাধিতে। সকলেরই প্রয়োজন দামী ওষুধ। কিন্তু, তাদের মা-বাবাদের সেই ওষুধ কেনার ক্ষমতা নেই।

গত জুনে ছ’টি শিশুর পাঠানো সেই চিঠির কোনও জবাব আসেনি ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে। গত পাঁচ মাসেও কোনও হেলদোল হয়নি লন্ডনের সরকারি হাসপাতালগুলির। অথচ, শিশুদের হাড়ের এই দুরারোগ্য ব্যাধি ব্রিটেনে একটি বড় সমস্যা। প্রতি সাড়ে তিন হাজার শিশুর মধ্যে ওই রোগে ভোগে অন্তত দশ জন।

কিরথের মা যশপাল মান বলেছেন, ‘‘খুব অবাক লাগে, গরীব শিশুদের জন্য ওই দামী জীবনদায়ী ওষুধ বিনা পয়সায় পাওয়ার ব্যবস্থা এখনও হয়নি লন্ডনের সরকারি হাসপাতালগুলিতে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

six children london hospital drug
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE