Advertisement
২৫ এপ্রিল ২০২৪
International news

চিনে ৬ জনকে পিষে দিল বেপরোয়া গাড়ি

অবশেষে চালককে গুলি করে গাড়িটা থামিয়েছে পুলিশ। তা নাহলে আরও অনেকেরই মৃত্যু হতে পারত বলে আশঙ্কা পুলিশের।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

সংবাদ সংস্থা
বেজিং শেষ আপডেট: ২২ মার্চ ২০১৯ ১০:৪২
Share: Save:

বেপরোয়া গাড়ির ধাক্কায় একসঙ্গে ৬ জনের মৃত্যু হল চিনে। শুক্রবার সকালে ভয়াবহ এই দুর্ঘটনা ঘটেছে চিনের হুবেই প্রদেশের জাওয়াং শহরে। অবশেষে চালককে গুলি করে গাড়িটা থামিয়েছে পুলিশ। তা নাহলে আরও অনেকেরই মৃত্যু হতে পারত বলে আশঙ্কা পুলিশের।

পুলিশ সূত্রের খবর, জাওয়াং খুবই ব্যস্ত শহর। ঘটনার সময় সকলেই নিজের কাজে ব্যস্ত ছিলেন। তার মধ্যেই হঠাৎ করেই গাড়িটা সজোরে চলে আসে। ৬ জনকে পিষে দেয়।

পুলিশ জানিয়েছে, ৬ জনের মৃত্যুর পাশাপাশি অনেকে জখমও হয়েছেন। তাঁদের নিকটবর্তী হাসপাতালে চিকিৎসা চলছে। ঘাতক গাড়ির চালকের পরিচয় এবং কেন এমন করলেন তা জানার চেষ্টা করছে পুলিশ।

আরও পড়ুন: আবার জঙ্গি হানা হলে বিপদ, পাকিস্তানকে মার্কিন হুঁশিয়ারি

চিনে এরকম ঘটনা প্রায়ই ঘটছে। গত সেপ্টেম্বরে ঠিক একইভাবে বেপরোয়া গাড়ি পিষে দিয়েছিল ১১ জনকে। সেই ঘটনাটি ঘটেছিল হুনান প্রদেশে। তার পরই নভেম্বরে রাস্তা পার হওয়ার সময় গাড়ির ধাক্কায় ৫ জনের মৃত্যু হয়েছিল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

China Accident চিন
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE