Advertisement
১৮ এপ্রিল ২০২৪
Libya

লিবিয়ার উপকূলে নৌকাডুবি, মৃত ৭৪

বৃহস্পতিবার লিবিয়ার রাজধানী ত্রিপোলি থেকে শিশু, মহিলা-সহ ১২০ জন শরণার্থী ওই নৌকায় চেপে ইউরোপের উদ্দেশে রওনা দিয়েছিলেন।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

সংবাদ সংস্থা
ত্রিপোলি শেষ আপডেট: ১৪ নভেম্বর ২০২০ ০৩:৫৭
Share: Save:

, ১৩ নভেম্বর: নিরাপদ আশ্রয়ের খোঁজে সমুদ্রপথে পাড়ি দিয়েছিলেন তাঁরা। লিবিয়ার উপকূলে নৌকাডুবি হয়ে মারা গেলেন তাঁদের মধ্যে কমপক্ষে ৭৪ জন শরণার্থী। ৪৭ জনকে জীবিত উদ্ধার করেছেন উপকূল রক্ষী বাহিনী এবং ধীবরেরা।

রাষ্ট্রপুঞ্জের শরণার্থী বিষয়ক সংস্থা জানিয়েছে, বৃহস্পতিবার লিবিয়ার রাজধানী ত্রিপোলি থেকে শিশু, মহিলা-সহ ১২০ জন শরণার্থী ওই নৌকায় চেপে ইউরোপের উদ্দেশে রওনা দিয়েছিলেন। ত্রিপোলি থেকে ১২০ কিলোমিটার পশ্চিমে বন্দর শহর খোমসের উপকূলের কাছে ডুবে যায় নৌকাটি। খবর পাওয়ার পরেই উদ্ধারকাজে নামে উপকূলরক্ষী বাহিনী। উদ্ধারকাজে হাত লাগান ধীবরেরাও। ৩১ জনের মৃতদেহ উদ্ধার হয়েছে, নিaখোঁজ রয়েছেন কিছু যাত্রী।

এই নিয়ে গত অক্টোবর থেকে লিবিয়ার উপকূলে আটটি নৌকাডুবির ঘটনায় প্রাণ গিয়েছে প্রায় ২৫০ জনের। দু’দিন আগেই ভূমধ্যসাগরে নৌকা ডুবে ১৯ জন মারা যান। রাষ্ট্রপুঞ্জের হিসেব বলছে, চলতি বছরে ইউরোপে পাড়ি দিতে গিয়ে ভূমধ্যসাগরে নৌকাডুবি হয়ে মারা গিয়েছেন প্রায় ৯০০ জন শরণার্থী। গত সাত বছরে নিশ্চিন্ত জীবনের খোঁজে সমুদ্রপথে পাড়ি দিয়ে প্রাণ খুইয়েছেন অন্তত ২০ হাজার মানুষ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Libya Death
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE