Advertisement
২৫ এপ্রিল ২০২৪

ক্যাসিনোয় হানা, ম্যানিলায় হত ৩৭

মোমের আলোয় নিহতদের স্মরণ। ছবি: রয়টার্স

মোমের আলোয় নিহতদের স্মরণ। ছবি: রয়টার্স

ম্যানিলা
সংবাদ সংস্থা  শেষ আপডেট: ০৩ জুন ২০১৭ ০৩:০৬
Share: Save:

ক্যাসিনোর টেবিলে দু’লিটার পেট্রোল ঢেলে দিয়েছিল বন্দুকবাজ। সেই আগুন থেকে মুহূর্তে ছড়িয়ে যায় ভয়াবহ ধোঁয়া। সেই পুরু কালো ধোঁয়ায় আটকে গিয়ে অন্তত ৩৭ জন প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে বেশির ভাগই মহিলা। পরে নিজের গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করে ওই বন্দুকবাজও। ফিলিপিন্সের ম্যানিলার এক ক্যাসিনোয় বৃহস্পতিবার ভোররাতের এই ঘটনায় পুলিশ জঙ্গিযোগ খুঁজে না পেলেও আইএসের দাবি, এটা তাদেরই কীর্তি।

বন্দুকবাজের পরিচয় এখনও পর্যন্ত জানতে পারেনি পুলিশ। পুলিশপ্রধান অস্কার অ্যালবেয়াল্ডে বলছেন, ‘‘হয় ওই লোকটি ক্যাসিনোয় হেরেছিল, তাই ক্ষতি সামলাতে ক্যাসিনো চিপ চুরি করে চম্পট দেওয়ার ছক কষেছিল। আর নয়তো সে পাগল!’’ সোশ্যাল মিডিয়ায় আইএসের সঙ্গে জড়িত এক ফিলিপিনোর দাবি, তাদেরই ‘লোন উল্ফ’ সেনা এই কাজের পিছনে ছিল। দু’সপ্তাহ ধরে ফিলিপিন্সের মারাউই শহরে এক দল স্থানীয় জঙ্গি আইএসের সঙ্গে হাত মিলিয়ে লড়াই চালাচ্ছে। তাদের সঙ্গে এ ঘটনার সম্পর্ক নেই বলে দাবি পুলিশের।

ন্যাশনাল পুলিশ চিফ রোনাল্ড ডেলা রোসা বলছেন, ‘‘লোকটি জঙ্গি হলে যাঁরা জুয়া খেলছিল তাঁদের দিকেই গুলি ছুড়ত। কিন্তু মৃতদেহগুলির মধ্যে একটি ছাড়া কোনওটিতে গুলির আঘাত পাওয়া যায়নি। তাই এর মধ্যে সন্ত্রাসের যোগ খোঁজার কোনও অর্থ হয় না।’’ ওই ব্যক্তি অ্যাসল্ট রাইফেল নিয়ে ঢুকলেও এক রক্ষী ছাড়া সরাসরি কাউকে লক্ষ করে গুলি ছোড়েনি। যত জন মারা গিয়েছেন, তাঁদের বেশির ভাগই ধোঁয়ায় দম আটকে প্রাণ হারিয়েছেন। তা ছাড়া, বন্দুকবাজ ওই জুয়া খেলার জায়গা থেকে যে ভাবে ২০ লক্ষ ডলারের ক্যাসিনো চিপ ব্যাগে পুরে চম্পট দেওয়ার চেষ্টা করছিল সেটাও কোনও জঙ্গির পক্ষে অস্বাভাবিক। সেই ব্যাগটি পরে ক্যাসিনোর শৌচাগার থেকে উদ্ধার করা হয়।

রিসর্টস ওয়ার্ল্ড ম্যানিলা নামে ওই কমপ্লেক্সে স্টোর, হোটেল, রেস্তোরাঁ, কয়েক তলায় ছড়ানো ক্যাসিনো— সবই রয়েছে। সিসিটিভি ফুটেজ থেকে কিছু তথ্য হাতে এসেছে পুলিশের। রোসা জানিয়েছেন, ক্যাসিনো চিপ চুরি করে সেখান থেকে বেরিয়ে যাওয়ার সময় এক রক্ষী ছ’ফুট লম্বা শ্বেতাঙ্গ গোঁফওলা ওই ইংরেজিভাষী বন্দুকবাজকে আটকানোর চেষ্টা করেন। তখনই গুলি চালায় সে। তার পরে ফের সোজা ক্যাসিনোয় ঢুকে পড়ে। টিভি স্ক্রিনের দিকে লক্ষ করে গুলি ছোড়ে। তার পরে জুয়ার টেবিলে ঢেলে দেয় দু’লিটার পেট্রোল। তার পরেই অগ্নি সংযোগ। কিন্তু পেট্রোল, রাইফেল এ সব নিয়ে সে কী ভাবে ওই কমপ্লেক্সে ঢুকে গেল, সেটা স্পষ্ট নয়।

ফুটেজে দেখা যাচ্ছে, আগুন ছড়াতেই চিৎকার আর্তনাদে ছেয়ে যায় চার দিক। পালানোর জন্য হুড়েহুড়ি শুরু হয়। ধোঁয়ার জাল তত ক্ষণে ছড়িয়ে গিয়েছে গোটা ক্যাসিনোয়। বন্দুকবাজ সেখান থেকে চম্পট দিয়ে ওই আবাসনের ম্যাক্সিম হোটেলের পাঁচ তলায় গিয়ে একটি ঘরে ঢুকে পড়ে। সেখানে বিছানায় শুয়ে নিজেকে কম্বলে মুড়ে পেট্রোল ঢেলে ফের আগুন লাগিয়ে দেয়। রিসর্টের বিভিন্ন অংশে তখন এত ধোঁয়া, যে কিছু ক্ষণ এগোতেই পারেনি উদ্ধারকারী দল। কেউ তার মধ্যেই কাঁচ ভেঙে লাফিয়ে প্রাণ বাঁচানোর চেষ্টা করেছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE