Advertisement
২৪ এপ্রিল ২০২৪

হাউস কমিটিতে আসতে চান না উইলিয়াম বার

মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপ নিয়ে বিশেষ আইনজীবী রবার্ট মুলারের রিপোর্ট সংক্রান্ত শুনানিতে হাজির থাকবেন না অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বার। হাউসের বিচারবিভাগীয় কমিটিকে তিনি সে কথা জানিয়ে দিয়েছেন।

অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বার। ছবি এএফপি।

অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বার। ছবি এএফপি।

ওয়াশিংটন
সংবাদ সংস্থা  শেষ আপডেট: ০৩ মে ২০১৯ ০০:৩২
Share: Save:

মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপ নিয়ে বিশেষ আইনজীবী রবার্ট মুলারের রিপোর্ট সংক্রান্ত শুনানিতে হাজির থাকবেন না অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বার। হাউসের বিচারবিভাগীয় কমিটিকে তিনি সে কথা জানিয়ে দিয়েছেন। ইতিমধ্যেই মুলার রিপোর্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘ছাড়’ দেওয়া নিয়ে ডেমোক্র্যাটদের সঙ্গে বিচারবিভাগের তিক্ত লড়াই চলছে। ডেমোক্র্যাটদের অভিযোগ, অ্যাটর্নি জেনারেল প্রেসিডেন্টকে বাঁচাতে চাইছেন। তার মধ্যে বার শুনানিতে আসতে না পারার কথা জানানোয় সেই লড়াই আরও জটিল হয়েছে। বার জানিয়েছেন, শুনানির প্রশ্ন নিয়ে তিনি সহমত নন। এ বার অ্যাটর্নি জেনারেলের বিরুদ্ধে আদালত অবমাননার প্রস্তাব আনা নিয়ে ভোটাভুটি হতে পারে। ফলে ট্রাম্প প্রশাসন এবং ডেমোক্র্যাটদের লড়াই ফের কোর্টের দোরগোড়ায় পৌঁছচ্ছে বলে মনে করা হচ্ছে। বারের সিদ্ধান্ত জানার পরেও কমিটির চেয়ারম্যান জেরল্ড ন্যাডলার বলেন, ‘‘আমি এখনও বলছি, রাত অবধি ভেবে উনি হয়তো শুনানিতে আসবেন।’’ বার আসবেন না শুনে ডেমোক্র্যাটদের তরফে দাবি ওঠে, মুলারের সঙ্গেই কথা বলতে চান তাঁরা। তখনই ন্যাডলার এ কথা জানান।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE