Advertisement
২৩ এপ্রিল ২০২৪

রোহিঙ্গা কাঁটায় বিদ্ধ সু চি নেই রাষ্ট্রপুঞ্জে

অস্বস্তির কথাটা অবশ্য মানছেন না সু চি। আজ তাঁর মুখপাত্র দাবি করেন, সু চি সমালোচনার মুখোমুখি হতে ভয় পান না।

আউং সান সু চি।— ফাইল চিত্র।

আউং সান সু চি।— ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
ইয়াঙ্গন শেষ আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০১৭ ০৩:০৩
Share: Save:

তাঁকে এশিয়ার ‘নেলসন মেন্ডেলা’ বলতেন অনেকেই। এখন তাঁরই কুশপুতুল পুড়ছে রাস্তায়-রাস্তায়। সেনার অত্যাচারে দেশছাড়া প্রায় ৪ লক্ষ রোহিঙ্গা মুসলিম। তবু সামরিক শাসনের বিরুদ্ধে আজীবন লড়াই করা, শান্তির নোবেলজয়ী আউং সান সু চি-র মুখে সেই কুলুপই। অস্বস্তি এড়াতে আগামী সপ্তাহে নিউ ইয়র্কে রাষ্ট্রপুঞ্জের সাধারণসভার অধিবেশনেও যাচ্ছেন না তিনি।

অস্বস্তির কথাটা অবশ্য মানছেন না সু চি। আজ তাঁর মুখপাত্র দাবি করেন, সু চি সমালোচনার মুখোমুখি হতে ভয় পান না। তাঁর যুক্তি, ‘‘রাখাইন প্রদেশের পরিস্থিতি এখনও খারাপ। রোহিঙ্গা জঙ্গিরা ফের হামলা চালাতে পারে। তাই এখানে এখন ওঁর (সু চি-র) অনেক কাজ রয়েছে।’’

তবু বিতর্ক থামছে কই! নোবেল ফিরিয়ে নেওয়ার দাবি তুলেছেন অনেকে। অন্য নোবেলজয়ীরা চিঠি লিখে রোহিঙ্গা সমস্যা নিয়ে সু চি-কে সক্রিয় হতে অনুরোধ করেছেন। রোহিঙ্গা শরণার্থীদের পাশে দাঁড়াতে আজই গোটা দুনিয়ার কাছে আর্জি জানিয়েছে রাষ্ট্রপুঞ্জ। মায়ানমারের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন হোয়াইট হাউসও। জানা গিয়েছে, বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের ফেরানোর বিষয়টি রাষ্ট্রপুঞ্জের অধিবেশনে তুলতে চান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই অবস্থায় সু চি-র অধিবেশনে না যাওয়ার সিদ্ধান্তটা তাই আর নিছক কাজের চাপ হিসেবে দেখছে না কূটনৈতিক মহল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE