Advertisement
২৩ এপ্রিল ২০২৪

আদালত অবমাননা, জরিমানা হাসিনার দুই মন্ত্রীর

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সুরেন্দ্রকুমার সিনহার বিরুদ্ধে মর্যাদাহানিকর মন্তব্য করায় বাংলাদেশের দুই মন্ত্রীকে আদালত অবমাননায় দোষী সাব্যস্ত করল সর্বোচ্চ আদালত। শাস্তি হিসেবে ৫০ হাজার টাকা করে জরিমানাও করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। মন্ত্রীরা সাত দিনের মধ্যে জরিমানা না-দিলে পরের সাত দিন তাঁদের জেলে ভরে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

নিজস্ব সংবাদদাতা
ঢাকা শেষ আপডেট: ২৮ মার্চ ২০১৬ ০৩:৫২
Share: Save:

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সুরেন্দ্রকুমার সিনহার বিরুদ্ধে মর্যাদাহানিকর মন্তব্য করায় বাংলাদেশের দুই মন্ত্রীকে আদালত অবমাননায় দোষী সাব্যস্ত করল সর্বোচ্চ আদালত। শাস্তি হিসেবে ৫০ হাজার টাকা করে জরিমানাও করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। মন্ত্রীরা সাত দিনের মধ্যে জরিমানা না-দিলে পরের সাত দিন তাঁদের জেলে ভরে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

এই রায়ের পরে প্রশ্ন উঠেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি দোষী দুই মন্ত্রীকে দায়িত্বে রাখবেন? না নৈতিকতার নজির তৈরি করে তাঁদের ইস্তফা দিতে বলবেন?

এই প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম জানিয়েছেন, সংবিধানে এ বিষয়ে স্পষ্ট কিছু বলা নেই। তবে এটা নৈতিকতার বিষয়। সিদ্ধান্ত যা নেওয়ার মন্ত্রিসভা নেবে।

সুপ্রিম কোর্টের আপিল বিভাগ যুদ্ধাপরাধে দোষী সাব্যস্ত জামাতে ইসলামির নেতা মীর কাসেম আলির আবেদন শুনানির পরে রায় দেওয়ার আগেই একটি আলোচনা সভায় খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম প্রধান বিচারপতির বিরুদ্ধে অসম্মানজনক কথা বলেন। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মোজাম্মেল হক তাঁকে সমর্থন করে প্রধান বিচারপতির ইস্তফা দাবি করেন। মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ জন্য দুই মন্ত্রীকে তুলোধোনা করেন।

আট বিচারপতির আপিল বিভাগ এ দিন বলে, দুই মন্ত্রীকে জরিমানা করে সকলকে আদালতের মর্যাদা রক্ষার বিষয়ে সচেতন থাকার বার্তা দেওয়া হল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE