Advertisement
১৯ এপ্রিল ২০২৪
International news

দাম ১৪ লক্ষ ডলার, নিলাম শেষেই ‘সুইসাইড’ ছবির!

গার্ল উইথ বেলুন। উড়তে থাকা একটি লাল বেলুনের দিকে দু’হাত বাড়িয়ে রয়েছে একটি ফ্রক পরা বাচ্চা মেয়ে।

এই সেই ছবি, নিলামে ১৪ লক্ষ ডলারে বিক্রয় হইবামাত্র ছবিটি নিজ হইতেই টুকরা টুকরা হইয়া গিয়াছিল। ব্যাঙ্কসির ইনস্টাগ্রাম পোস্ট থেকে নেওয়া।

এই সেই ছবি, নিলামে ১৪ লক্ষ ডলারে বিক্রয় হইবামাত্র ছবিটি নিজ হইতেই টুকরা টুকরা হইয়া গিয়াছিল। ব্যাঙ্কসির ইনস্টাগ্রাম পোস্ট থেকে নেওয়া।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৭ অক্টোবর ২০১৮ ১৬:০২
Share: Save:

গার্ল উইথ বেলুন। উড়তে থাকা একটি লাল বেলুনের দিকে দু’হাত বাড়িয়ে রয়েছে একটি ফ্রক পরা বাচ্চা মেয়ে। বেলুনটিকে দু’হাতের মধ্যে পেতে অধীর আগ্রহ তার মুখে।ব্যাঙ্কসির আঁকা এই ছবিটা সম্প্রতি লণ্ডনে নিলামে ওঠে।

ছবি ঘিরে প্রতিক্রিয়াও ছিল ব্যাপক। শিল্পীর প্রত্যাশাকেও ছাপিয়ে যায় সেই প্রতিক্রিয়া।যার দাম ওঠে ১৪ লক্ষ ডলার। আর তারপরেই সেই ঘটনাটি ঘটল। উপস্থিত দর্শকদের সবাইকে অবাক করে দিয়ে নিজে থেকেই ছিন্নভিন্ন হয়ে গেল ‘গার্ল উইথ বেলুন’!তারপর ছেঁড়া ছবিটা ফটো ফ্রেম থেকে আস্তে আস্তে বাইরেও বেরিয়ে এল।এমন ঘটনা দেখে তাজ্জব বনে যান সকলে।পরে শিল্পী ব্যাঙ্কসি নিজেই পুরো ভিডিয়োটি ইনস্টাগ্রামে পোস্ট করে কী ভাবে এমন হল বিস্তারিত জানান।

শিল্পী জানান, আসলে আগে থেকেই একটি শ্রেডার ফটো ফ্রেমে রেখে দিয়েছিলেন তিনি। কী ভাবে ওই যন্ত্রটি ফটো ফ্রেমে রেখেছেন ভিডিয়োয় তাও দেখানো রয়েছে। যে মুহূর্তে নিলাম প্রক্রিয়া শেষ হবে, হাতুড়ির ঘা পড়বে, যন্ত্রটিও কাজ করতে শুরু করবে। যন্ত্রটিকে এ ভাবেই ফিট করা হয়েছিল।

আরও পড়ুন: বিশ্বের সবচেয়ে বড় নিয়োগ! ১ লক্ষ ২০ হাজার পদে নিয়োগ করবে রেল

ফলে নিলামে সর্বোচ্চ দাম ১৪ লক্ষ ডলার ওঠা মাত্রই হাতুড়ির ঘা মেরে নিলাম প্রক্রিয়া শেষ হয়। আর তারপরই এই ঘটনা ঘটে। শিল্পীর এমন অভিনব শিল্প আগে কখনও ঘটেনি বলে জানান ওই নিলাম সংস্থা।

দেখুন ভিডিয়ো:

. "The urge to destroy is also a creative urge" - Picasso

A post shared by Banksy (@banksy) on

নিশ্চয় ভাবছেন, ১৪ লক্ষ ডলার মূ্ল্যে ছবিটার ক্রেতার এখন কী হাল? না তাঁরও চিন্তার কিছু নেই। এর জন্য তাঁরও কোনও টাকা খরচ হবে না।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

London Painting
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE