
সব খবর প্রতি সকালে আপনার ইনবক্সে
ক্যামেরনের পাশেই বেকহ্যাম
ব্রিটেনের গণভোটের দু’দিন আগে প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের পাশে দাঁড়ালেন দেশের ফুটবল তারকা ডেভিড বেকহ্যাম! আগামী ২৩ জুন ইউরোপীয় ইউনিয়নে থাকা বা বেরিয়ে যাওয়ার প্রশ্নে গণভোট হবে ব্রিটেনে। বিভিন্ন সমীক্ষা আর সংবাদপত্র প্রতিবেদনের ইঙ্গিত— অল্প হলেও দল ভারী ই ইউ-তে থাকতে চাওয়া ক্যামেরনপন্থীদের! বেকহ্যামের সমর্থন সেই ই ইউ-পন্থীদেরই এগিয়ে রাখবে বলে মনে করছে রাজনৈতিক মহল।
- Tags
- Beckham
- David Cameron
সব খবর প্রতি সকালে আপনার ইনবক্সে
আরও খবর