Advertisement
১৯ এপ্রিল ২০২৪

ভুয়ো হুমকি, কপালে ভাঁজ প্রশাসনের

দাবি মতো বিট কয়েনের চাহিদা পূরণ না করলে যে কোনও মুহূর্তে আছড়ে পড়তে পারে বোমা, এই হুমকিতে বৃহস্পতিবার সরগরম থাকল আমেরিকা ও কানাডার বিভিন্ন প্রতিষ্ঠান। সরকারি অফিস, বিদ্যালয়, ব্যবসায়িক সংস্থায় দিনভর চলল ই মেল হুমকি। তবে আমেরিকার আইনশৃঙ্খলার দায়িত্বপ্রাপ্ত এক অফিসার জানান, কোনও হুমকিই শেষ পর্যন্ত ফলপ্রসূ হয়নি।

 সংবাদ সংস্থা
ওয়াশিংটন শেষ আপডেট: ১৫ ডিসেম্বর ২০১৮ ০৩:৩৭
Share: Save:

দাবি মতো বিট কয়েনের চাহিদা পূরণ না করলে যে কোনও মুহূর্তে আছড়ে পড়তে পারে বোমা, এই হুমকিতে বৃহস্পতিবার সরগরম থাকল আমেরিকা ও কানাডার বিভিন্ন প্রতিষ্ঠান। সরকারি অফিস, বিদ্যালয়, ব্যবসায়িক সংস্থায় দিনভর চলল ই মেল হুমকি। তবে আমেরিকার আইনশৃঙ্খলার দায়িত্বপ্রাপ্ত এক অফিসার জানান, কোনও হুমকিই শেষ পর্যন্ত ফলপ্রসূ হয়নি।

এ দিন দুপুর দু’টো নাগাদ এই কাণ্ড প্রকাশ্যে আসে। ওয়াশিংটন, নিউ ইয়র্ক, ডেট্রয়েট, সান ফ্রান্সিসকো, লস অ্যাঞ্জেলেস, ওকলাহোমা সিটি, ডেনভার, অটওয়া, আলবার্টার মতো আমেরিকা ও কানাডার বিভিন্ন শহরের থানা থেকে টুইট করে জানানো হয়, ২০ হাজার মার্কিন ডলার মূল্যের বিট কয়েনের দাবিতে হুমকি আসছে।

এমনই এক প্রতিষ্ঠান সেন্ট লুই এরিয়া মিডল স্কুলে ই মেল হুমকি খতিয়ে দেখে তদন্তকারীরা জানান, হুমকির উৎস আইপি অ্যাড্রেসটি মস্কোর। ফেডারেল তদন্তকারীদের সন্দেহ, ঘটনার পিছনে রয়েছে রাশিয়ার যোগসূত্র।

আতঙ্কে টরন্টোর সাবওয়ে স্টেশন ও নর্থ ক্যারোলাইনার র‌্যালেতে সংবাদপত্রের অফিস দ্রুত খালি হয়ে যায়। ছুটি দেওয়া হয় স্কুলও। লিঙ্কন কাউন্টির মুখপাত্র জানিয়েছেন, হুমকির মুখে দ্রুত খালি করা হয় সেখানকার একটি স্কুল। যদিও তল্লাশির পরে সন্দেহজনক কিছু না মেলায় শুক্রবার ক্লাস হয় ওই স্কুলে।

এফবিআই ও অন্যান্য ফেডারেল এজেন্সিগুলিকেও সতর্ক করা হয় এই ঘটনায়। লস অ্যাঞ্জেলেসের এফবিআই মুখপাত্র জানান, পরিস্থিতির মোকাবিলায় সক্রিয় আইনশৃঙ্খলার দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন সংস্থা। সাধারণ মানুষকে সজাগ থাকতে বলা হয়। কোনও রকম সন্দেহজনক ঘটনা চোখে পড়লে তা-ও প্রশাসনকে জানাতে বলা হচ্ছে। তবে শেষ পর্যন্ত কোনও হামলার মুখে পড়তে হয়নি কানাডার ও আমেরিকার প্রতিষ্ঠানগুলিকে। মেলেনি বিস্ফোরকও। ২০১৫ সালেও লস অ্যাঞ্জেলেসে এমনই এক ভুয়ো হুমকির মুখে পড়েছিল শহরের একটি স্কুল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Bitcoin Bitcoin Price Loss
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE