Advertisement
১৯ এপ্রিল ২০২৪

নেট দুনিয়ায় ঝড় তুষার-মানবীর

রাস্তা ঢেকে বরফে। তার মধ্যে দাঁড়িয়ে আছে ‘সে’। লাল জরি দেওয়া ওড়নায় মাথা ঢাকা। কানে সোনালি ঝোলা দুল। মাথায় টিকলি। গলায় পাথর বসানো সোনালি হার। নাকে নথ। ঠিক যেন বিয়ের কনে।

অভিনব: বরফ দিয়ে বানানো ‘সাড্ডি জুলিয়েট’। ছবি: সোশ্যাল মিডিয়া

অভিনব: বরফ দিয়ে বানানো ‘সাড্ডি জুলিয়েট’। ছবি: সোশ্যাল মিডিয়া

সংবাদ সংস্থা
ব্র্যাম্পটন (কানাডা) শেষ আপডেট: ২১ নভেম্বর ২০১৮ ০৩:০০
Share: Save:

রাস্তা ঢেকে বরফে। তার মধ্যে দাঁড়িয়ে আছে ‘সে’। লাল জরি দেওয়া ওড়নায় মাথা ঢাকা। কানে সোনালি ঝোলা দুল। মাথায় টিকলি। গলায় পাথর বসানো সোনালি হার। নাকে নথ। ঠিক যেন বিয়ের কনে। ‘সাড্ডি জুলিয়েট’ নামের এই ‘মহিলা’ই এখন ইন্টারনেট কাঁপাচ্ছে। শুক্রবারে পোস্ট হওয়া ‘তার’ ছবিতে শুধুমাত্র টুইটারেই কয়েক দিনে ৮২ হাজার ‘লাইক’ পড়েছে। ইনস্টাগ্রাম আর ফেসবুকেও ‘লাইক’ আর ‘শেয়ার’-এ বন্যা বইছে।

নেট দুনিয়ায় ঝড় তোলা সেই ‘সাড্ডি জুলিয়েট’ (পঞ্জাবিতে যার মানে ‘আমাদের জুলিয়েট’) আসলে এক তুষার-মানবী। শীতের মরসুমে বরফের তাল দিয়ে তৈরি তিন থাকের তুষার-মানব যেমন বানানো হয়, ঠিক তেমন ভাবেই তৈরি সেটি। ফারাকটা শুধু পোশাক আর সাজগোজে। শুধু গা ভর্তি গয়নাই নয়। ‘সাড্ডি জুলিয়েট’-এর চোখেও ‘আই ল্যাশ’ লাগানো। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি পোস্ট হওয়া মাত্রই সুন্দরী এই তুষার-মানবী সকলের নজর কেড়েছে।

কানাডার ব্রাম্পটন শহরের বাসিন্দা জাস্সু কিংড়া সবার প্রথমে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ছবিটি পোস্ট করেছিলেন। তার পরেই হু হু করে বাড়তে থাকে ‘সাড্ডি জুলিয়েট’-এর জনপ্রিয়তা। উনিশ বছরের জাস্সু জানিয়েছেন, ভারত থেকে প্রথম বার কানাডা এসেছেন তাঁর এক বন্ধু। নাম দলজিৎ ওয়ারিচ। তিনিই বানান এই তুষার-মানবী। জাস্সু-র দুই কিশোরী বোনও হাত লাগিয়েছিল তাঁদের সঙ্গে। একঘেয়ে তুষার-মানব না বানিয়ে তাঁরা তাতে একটু স্বদেশি ছোঁয়া দেন। ব্যস, ইন্টারনেট তাতেই কাবু। তবে ‘সাড্ডি জুলিয়েট’ নামটা কেন? এখনই সেই কারণটা প্রকাশ্যে আনার সময় আসেনি বলে জানিয়েছেন জাস্সু।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

desi snow girl Brampton
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE