Advertisement
২৪ এপ্রিল ২০২৪

কানাডার বিস্ফোরণে কি মহিলার হাত?

হামলার উদ্দেশ্য নিয়ে ধোঁয়াশা কাটেনি। বর্ণ বিদ্বেষগত কারণে এই হামলা বলে মানতে চাইছে না পুলিশ। হামলার রাতে রেস্তরাঁয় কমপক্ষে আহতদের মধ্যে ক’জন ভারতীয়, সেই সংখ্যাটাও স্পষ্ট নয়।

সংবাদ সংস্থা
টরন্টো শেষ আপডেট: ৩১ মে ২০১৮ ০২:৩০
Share: Save:

মাত্র পাঁচ দিন আগেই বিস্ফোরণ হয় কানাডার এক ভারতীয় রেস্তরাঁয়। এই ঘটনায় এখনও পর্যন্ত কেউ ধরা না পড়লেও সন্দেহভাজন হিসেবে এসেছে এক মহিলার কথা। দু’জন মুখ ঢেকে সে দিন অন্টারিও প্রদেশের ‘বম্বে ভেল’ রেস্তরাঁয় হামলা চালায়। পুলিশ আজ জানায়, তাদের মধ্যে এক জন সম্ভবত মহিলা।

হামলার উদ্দেশ্য নিয়ে ধোঁয়াশা কাটেনি। বর্ণ বিদ্বেষগত কারণে এই হামলা বলে মানতে চাইছে না পুলিশ। হামলার রাতে রেস্তরাঁয় কমপক্ষে আহতদের মধ্যে ক’জন ভারতীয়, সেই সংখ্যাটাও স্পষ্ট নয়। আপাতত এই বিস্ফোরণ নিয়েই চাপানউতোর শুরু হয়েছে ভারতীয় কনসুলেট এবং পুলিশের মধ্যে। ঘটনার পরে কনসুলেট একটি হটলাইন চালু করেছিল। তাতেই নয়াদিল্লি তদন্তে নাক গলাচ্ছে বলে আঙুল তুলেছে পুলিশের একাংশ। টরন্টোর একটি সংবাদপত্রের দাবি, পুলিশ গত রবিবার একটি বিবৃতি জারি করে বলে, কেউ বিস্ফোরণ সংক্রান্ত তথ্য দিতে চাইলে সেটা যেন পুলিশের প্রকাশিত নম্বরে দেওয়া হয়। ভারতীয় কনসুলেটের হেল্পলাইনে নয়।

এ প্রসঙ্গে ভারতের কনসাল জেনারেল দীনেশ ভাটিয়া বলেন, ‘‘ওই নম্বর দেওয়ার অর্থ ছিল, প্রবাসী ভারতীয়দের সাহায্য করা। বিস্ফোরণের খবর পেয়ে অনেকেই আমাদের ফোন করতে শুরু করেন, তাঁদের প্রিয়জনদের কথা জানতে চান। ওই এলাকায় প্রচুর ভারতীয় থাকেন।’’ সেই সঙ্গেই তাঁর বক্তব্য, সমান্তরাল কোনও তদন্ত চালানোর অভিপ্রায় ছিল না। কানাডা পুলিশের এই প্রতিক্রিয়ার পিছনে অন্টারিও গুরুদ্বার কমিটির একটি বিবৃতি দায়ী বলে মনে করা হচ্ছে। সম্প্রতি ওই কমিটিই বলেছিল, কূটনৈতিক সম্পর্ক লঙ্ঘন করে কানাডা পুলিশের তদন্তে নাক গলানোর চেষ্টা চলছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Canada Restaurant Blast Woman
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE