Advertisement
১৬ এপ্রিল ২০২৪
US airport

কানাডার শিখ  মন্ত্রীকে হেনস্থা

কী ঘটেছিল? বেনস জানিয়েছেন, মিশিগানের নেতাদের সঙ্গে বৈঠক করে টরন্টো ফিরছিলেন বেনস। বিমানবন্দরের এক নিরাপত্তাকর্মী বেনসের পাগড়ি খুলতে বলেন।

সংবাদ সংস্থা
টরন্টো শেষ আপডেট: ১২ মে ২০১৮ ০৩:৫০
Share: Save:

কোনও রকম সমস্যা ছাড়াই মেটাল ডিটেক্টরের পরীক্ষা পেরিয়ে গিয়েছিলেন তিনি। তবু নিরাপত্তার অজুহাতে আমেরিকার ডেট্রয়েট বিমানবন্দরে কানাডার শিখ মন্ত্রীকে হেনস্থা করার অভিযোগ উঠল। বিমানবন্দরের এক নিরাপত্তাকর্মী কানাডার বিজ্ঞান ও অর্থনৈতিক উন্নয়ন মন্ত্রী নভদীপ বেনসকে পাগড়ি খুলে ফেলতে বলেন বলে অভিযোগ। পরে এর জন্য ক্ষমা চায় আমেরিকা। বৃহস্পতিবার একটি সাক্ষাৎকারে এই কথা জানান বেনস।

কী ঘটেছিল? বেনস জানিয়েছেন, মিশিগানের নেতাদের সঙ্গে বৈঠক করে টরন্টো ফিরছিলেন বেনস। বিমানবন্দরের এক নিরাপত্তাকর্মী বেনসের পাগড়ি খুলতে বলেন। বেনসের দাবি, ‘‘আমি তাঁকে বলি, মেটাল ডিটেক্টর ঠিক মতো কাজ করছে। তা হলে কেন আমি পাগড়ি খুলব?’’ বিষয়টি নিয়ে কানাডার বিদেশমন্ত্রী ক্ষোভ জানান মার্কিন বিদেশমন্ত্রীর কাছে। এর পরেই মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি এবং পরিবহণ দফতর বেনসের কাছে ক্ষমা চায়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Canada Navdeep Bains US airport
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE