Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Carrie Lam

‘দু’মুখো আমেরিকা’, খোঁচা ক্যারি ল্যামের

প্রতিবাদে আংশিক স্বায়ত্ত্বশাসিত হংকংকে দেওয়া বেশ কিছু সুবিধা প্রত্যাহারের কথাও ঘোষণা করে ট্রাম্প প্রশাসন।

হংকংয়ের নেত্রী ক্যারি ল্যাম।—ছবি রয়টার্স।

হংকংয়ের নেত্রী ক্যারি ল্যাম।—ছবি রয়টার্স।

সংবাদ সংস্থা
হংকং শেষ আপডেট: ০৩ জুন ২০২০ ০৪:৩৭
Share: Save:

কৃষ্ণাঙ্গ যুবক খুনের বিরুদ্ধে আমেরিকা জুড়ে ছড়িয়ে পড়া বিক্ষোভ প্রসঙ্গে মঙ্গলবার ওয়াশিংটনকে খোঁচা দিলেন হংকংয়ের নেত্রী ক্যারি ল্যাম। স্বাধীনতার দাবিতে বিক্ষোভে উত্তাল হয়ে ওঠা হংকংয়ে সম্প্রতি জাতীয় নিরাপত্তা আইন চালু করার কথা জানিয়েছিল বেজিং। গত সপ্তাহে রাষ্ট্রপুঞ্জে এই ঘটনার তীব্র বিরোধিতা করে ব্রিটেন ও আমেরিকা। প্রতিবাদে আংশিক স্বায়ত্ত্বশাসিত হংকংকে দেওয়া বেশ কিছু সুবিধা প্রত্যাহারের কথাও ঘোষণা করে ট্রাম্প প্রশাসন। ওয়াশিংটনের এই ঘোষণার পরে এই প্রথম প্রকাশ্যে মুখ খুললেন ল্যাম। তিনি বলেছেন, ‘‘মার্কিন প্রশাসন কী ভাবে বিক্ষোভ নিয়ন্ত্রণ করছে, তা দেখতেই পাচ্ছি। অথচ গত বছর হংকংয়ে যখন বিক্ষোভ ছড়িয়েছিল, ওঁদের অবস্থানটা ছিল একেবারে বিপরীত।’’ ল্যামের অভিযোগ, আমেরিকার মতো দেশগুলি দু’মুখো নীতি নিয়ে চলে। নিজের দেশে নিরাপত্তার বিষয়টি তারা ভালই বোঝে। কিন্তু অন্যের শহরে যখন সেটা ঘটে, তখন সেটাই ঘোলা কাচের মধ্যে দিয়ে দেখে তারা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Carrie Lam Hong Kong USA Black Lives Matter
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE