Advertisement
১৯ এপ্রিল ২০২৪
International News

মাসুদকে নিষিদ্ধ করার ফল ভুগছে ভারত, বলছে চিন

ওয়াংয়ের বক্তব্য, কোনও দেশকে নিরাপত্তা পরিষদের সদস্য হতে হলে সেই প্রস্তাব সর্বসম্মতিতে পাশ করাতে হয়। কিন্তু এই প্রশ্নে (মাসুদ আজহার) ভারত ও পাকিস্তান দু’টি দেশই জড়িয়ে রয়েছে। তাই ওই প্রস্তাবে সায় দেওয়া সম্ভব নয় বেজিংয়ের পক্ষে।

কট্টর জঙ্গি মাসুদ আজহার। ছবি- সংগৃহীত।

কট্টর জঙ্গি মাসুদ আজহার। ছবি- সংগৃহীত।

সংবাদ সংস্থা
ওয়াশিংটন শেষ আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০১৮ ১৮:৩১
Share: Save:

কোনও রাখঢাক রাখলেন না চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই। জানিয়ে দিলেন, ভারত মাসুদ আজহারকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদীর তালিকায় রাখায় রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে ভারতের সদস্য হওয়ার প্রস্তাবে ভেটো দিচ্ছে চিন।

ওয়াংয়ের বক্তব্য, কোনও দেশকে নিরাপত্তা পরিষদের সদস্য হতে হলে সেই প্রস্তাব সর্বসম্মতিতে পাশ করাতে হয়। কিন্তু এই প্রশ্নে (মাসুদ আজহার) ভারত ও পাকিস্তান দু’টি দেশই জড়িয়ে রয়েছে। তাই ওই প্রস্তাবে সায় দেওয়া সম্ভব নয় বেজিংয়ের পক্ষে। নিরাপত্তা পরিষদের অন্য সদস্যের মধ্যে আমেরিকা, ব্রিটেন ও ফ্রান্স অবশ্য ভারতেরই পক্ষে।

বছরদু’য়েক আগে জম্মু-কাশ্মীরের উরি সেক্টরে সেনাবাহিনীর ওপর হামলা-সহ ভারতে সন্ত্রাসের বিভিন্ন ঘটনায় মাসুদের জড়িত থাকার অভিযোগ রয়েছে। মাসুদের হাতে গড়া জঙ্গি সংগঠন জৈশ-ই-মহম্মদকে ইতিমধ্যেই নিষিদ্ধ ঘোষণা করেছে রাষ্ট্রপুঞ্জ।

আরও পড়ুন- হাফিজ-মাসুদদের কোনও অনুদান নয়, বিজ্ঞপ্তি পাকিস্তানে

আরও পড়ুন- গুগলের খুঁটিনাটি জানতে চাইল মার্কিন কংগ্রেস, নভেম্বরে হাজিরা দেবেন পিচাই​

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE