Advertisement
১৭ এপ্রিল ২০২৪

কাজে ভুল? শাস্তি মূত্র পান, জুটবে বেতও

কাজে একটু ভুলচুক হলে বেতন তো কাটা হয়ই, খেতে হয় বেতের বাড়ি, আরশোলা! এমনকি, নিজের মূত্র পর্যন্ত খেতে বাধ্য করা হয় কর্মচারীদের।

সংবাদ সংস্থা
বেজিং শেষ আপডেট: ২০ নভেম্বর ২০১৮ ০২:৪৯
Share: Save:

কাজে একটু ভুলচুক হলে বেতন তো কাটা হয়ই, খেতে হয় বেতের বাড়ি, আরশোলা! এমনকি, নিজের মূত্র পর্যন্ত খেতে বাধ্য করা হয় কর্মচারীদের।

চিনের দক্ষিণ-পশ্চিম প্রদেশের গুইজ়োউ প্রদেশের একটি বাড়ি সংস্কার সংস্থার এ হেন নীতির কথা শুনে চমকে উঠেছে সোশ্যাল মিডিয়া। সম্প্রতি চিনের স্থানীয় এক সরকারি সংবাদমাধ্যমে উঠে এসেছে সেই সংস্থাটির বেশ কিছু ছবি ও ভিডিয়ো। যা ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।

সেখানে দেখা গিয়েছে, ভুলের শাস্তি হিসেবে কর্মীদের সামনে দু’টি রাস্তা। প্রথমত, হয় নিজের মাথা কামিয়ে ফেল। না হলে শৌচালয়ের টয়লেট-পাত্র থেকে খেতে হবে মূত্র মেশানো জল! কাটা যাবে এক মাসের বেতনও। সেখানকার জন সুরক্ষা ব্যুরো একটি সোশ্যাল মিডিয়া পোস্টে সম্প্রতি জানিয়েছে, কর্মী-হেনস্থার অভিযোগে ওই সংস্থার তিন ম্যানেজারের দশ দিন করে জেল হয়েছে। আশ্চর্যের কথা, এত শাস্তি, এত কড়া নিয়ম সত্ত্বেও সেই সংস্থার বেশির ভাগ কর্মীই চাকরি ছাড়তে নারাজ। শ্রমিক-নীতি নিয়ে বরাবরই কড়া চিন। গুইজ়োউ প্রদেশের কর্মীদের চোখে-মুখে সামান্যতম অসন্তোষের চিহ্ন দেখা গেলেই তাদের কড়া শাস্তি দেওয়া হয় বলে অভিযোগ। তবু সেটাকেই ‘নিজের ভাগ্য’ হিসেবে মেনেছেন কর্মীরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Poor Performance Chinese Workers
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE