Advertisement
২৩ এপ্রিল ২০২৪
Donald Trump

ভুল পথে যাচ্ছে দেশ, আশঙ্কা ফাউচির

করোনা বিষয়ক টাস্ক ফোর্সের প্রধান ও সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্টনি ফাউচিও জানিয়েছেন, সব ঠিক থাকলে প্রতিষেধকের প্রথম কার্যকর ও নিরাপদ ডোজ়টি পাওয়া যাবে ডিসেম্বরের শেষ বা জানুয়ারির শুরুতে।

ছবি রয়টার্স।

ছবি রয়টার্স।

সংবাদ সংস্থা
ওয়াশিংটন শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০২০ ০৪:৫৭
Share: Save:

নির্বাচনের আগেই প্রতিষেধক আসবে বলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হাকডাক করলেও ৩ নভেম্বরের ডেডলাইন কার্যত ‘অবাস্তব’ বলে জানালেন হোয়াইট হাউসের স্ট্র্যাটেজিক কমিউনিকেশনস ডিরেক্টর অ্যালিসা ফারাহ। তাঁর কথায়, ‘‘বছরের শেষে প্রতিষেধক আনার বিষয়ে আমরা আত্মবিশ্বাসী ঠিকই। কিন্তু তা বলে নির্বাচনের মধ্যেই প্রতিষেধক আনার ‘গোল’ অবান্তর। আমেরিকা এখনও এই ভাইরাসের প্রকোপে কাবু। যত দ্রুত আমরা টিকা আনতে পারব ততই মঙ্গল। আর সেটাই আমাদের ‘গোল’।

করোনা বিষয়ক টাস্ক ফোর্সের প্রধান ও সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্টনি ফাউচিও জানিয়েছেন, সব ঠিক থাকলে প্রতিষেধকের প্রথম কার্যকর ও নিরাপদ ডোজ়টি পাওয়া যাবে ডিসেম্বরের শেষ বা জানুয়ারির শুরুতে। ফেসবুক ও টুইটারে লাইভ চ্যাটে ফাউচি বলেছেন, ‘‘আগামী কয়েক সপ্তাহের মধ্যে করোনার প্রথম টিকা হাতে পেতে পারি আমরা।’’ সংক্রমণের বিচারে শীর্ষে থাকা আমেরিকায় উত্তোরত্তর খারাপ হচ্ছে পরিস্থিতি। যা দেখে ফাউচি বলেছেন, ‘‘আমরা ভুল পথে যাচ্ছি। যদি এ ভাবেই চলতে থাকে তবে দেশের মানুষকে আরও অনেক যন্ত্রণা ভোগ করতে হবে।’’ সংক্রমণের মাত্রা ছাড়ানোয় দেশের মধ্য ও পশ্চিমের প্রদেশগুলিকে কড়া স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছে টাস্ক ফোর্স। বৃহস্পতিবার আমেরিকার অন্তত ৯ টি রাজ্যে দৈনিক সংক্রমণ রেকর্ড মাত্রা ছাড়ায়।

এ দিকে, পর্যাপ্ত উৎপাদন না হওয়ায় করোনার প্রতিষেধক স্পুটনিক ভি-র পরীক্ষামূলক প্রয়োগ বন্ধ করে দিতে হল রাশিয়াকে। স্পুটনিভ ভি-র ক্লিনিকাল ট্রায়াল শেষ হওয়ার আগেই তা প্রয়োগের অনুমতি দিয়ে বিতর্কে জড়িয়েছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে এ বার উৎপাদন না থাকায় ৮ টি কেন্দ্রে স্বেচ্ছাসেবকেদের উপরে টিকা প্রয়োগের কাজ বন্ধ করল রাশিয়া।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE