Advertisement
২৫ এপ্রিল ২০২৪
International News

‘জেগে ঘুমোচ্ছে’, করোনা মোকাবিলা নিয়ে ইমরান সরকারকে তোপ বেনজির-পুত্রের

সংক্রমণ রুখতে সারা দেশে লকডাউন ঘোষণা করার মতো আর্থিক সামর্থ্য পাকিস্তানের নেই, এ কথা বলার পরেই বিরোধীদের তোপের মুখে পড়েছিলেন প্রধানমন্ত্রী ইমরান খান।

পাকিস্তানের বিরোধী দলনেতা বিলাওয়াল ভুট্টো জারদারি। - ফাইল ছবি।

পাকিস্তানের বিরোধী দলনেতা বিলাওয়াল ভুট্টো জারদারি। - ফাইল ছবি।

সংবাদ সংস্থা
ইসলামাবাদ শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০২০ ১২:০২
Share: Save:

দেশে করোনা পরিস্থিতি মোকাবিলা নিয়ে পাকিস্তান সরকারের কাজকর্মের তীব্র সমালোচনা করলেন সে দেশের বিরোধী দলনেতা বিলাওয়াল ভুট্টো জারদারি। প্রয়াত পাক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর পুত্র বিলাওয়ালের অভিযোগ, করোনায় আক্রান্ত ও মৃত্যুর হার পশ্চিমের দেশগুলির মতো হলেও প্রধানমন্ত্রী ইমরান খানের সরকার ‘‘জেগে ঘুমোচ্ছে’’। এই পরিস্থিতিতে কী করণীয়, সে সম্পর্কে কোনও ধারণাই নেই পাক সরকারের। পাকিস্তানে এখনও পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা ৫ হাজার ২৩০। মৃত্যু হয়েছে ৯৩ জনের।

করাচিতে তাঁর অফিস থেকে ভিডিও কলে বিলাওয়াল বলেছেন, ‘‘করোনা সংক্রমণ শুরু হওয়ার পর থেকেই তা রুখতে কী কী সাবধানতা নেওয়া উচিত, সে ব্যাপারে সরকারের কোনও সঠিক ধারণাই ছিল না। এ ব্যাপারে গোড়া থেকেই পাক সরকারের কাজকর্মে আমরা বিজ্ঞান সম্পর্কে অজ্ঞতার পরিচয় পেয়েছি। দেখেছি, গোটা বিশ্বের ঘটনাপ্রবাহ ও তথ্যাদি সম্পর্কে পাক সরকার একেবারেই ওয়াকিবহাল নন। তার জন্য আমরা সময়মতো যথাযথ ব্যবস্থা নিতে পারিনি।’’

সংক্রমণ রুখতে সারা দেশে লকডাউন ঘোষণা করার মতো আর্থিক সামর্থ্য পাকিস্তানের নেই, এ কথা বলার পরেই বিরোধীদের তোপের মুখে পড়েছিলেন প্রধানমন্ত্রী ইমরান খান।

বিলাওয়ালের অভিযোগ, পাকিস্তানে এখন নাম কা ওয়াস্তে লকডাউন চলছে। তা-ও দেশের বিভিন্ন রাজ্যে লকডাউন চালু হওয়ার অনেক পর এ ব্যাপারে অনেক গড়িমসি করে সিদ্ধান্ত নেয় ইমরান খান সরকার। তার পরেও লকডাউন চলার মধ্যেও অর্থনীতির অজুহাত দেখিয়ে সরকারি কর্তাদের তা শিথিল করতে বাধ্য করা হচ্ছে।

আরও পড়ুন- ৩ মে পর্যন্ত বাড়ল লকডাউন, নতুন ছাড়-কড়াকড়ি নিয়ে নির্দেশিকা কাল: প্রধানমন্ত্রী

আরও পড়ুন- দেশে ১০ হাজার ছাড়াল করোনা আক্রান্ত, ২৪ ঘণ্টায় সংক্রমিত আরও ১২০০​

পাকিস্তানে করোনা আক্রান্তের প্রথম ঘটনাটি ঘটেছিল সিন্ধুপ্রদেশে। যে প্রদেশটিতে ক্ষমতায় রয়েছে বেনজির ভুট্টোর দল পাকিস্তান পিপল্‌স পার্টি (পিপিপি)। সিন্ধুপ্রদেশে গত মাসেই লকডাউন ঘোষণা করা হয়েছিল। কিন্তু অর্থনীতির অজুহাত দেখিয়ে সেখানেও লকডাউনের নিয়মকানুন শিথিল করার জন্য ইসলামাবাদ চাপ দিচ্চে বলে বিরোধীদের অভিযোগ।

বিলাওয়াল বলেছেন, ‘‘আমরা বেহাল অর্থনীতিকে পুনরুজ্জীবি৩ মে পর্যন্ত বাড়ল লকডাউন, নতুন ছাড়-কড়াকড়ি নিয়ে নির্দেশিকা কাল: প্রধানমন্ত্রীত করতে পারব। কিন্তু আক্রান্ত মানুষদের আর বাঁচাতে পারব না। সেটাই ইমরান সরকারের খেয়াল নেই।’’

(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE